ATK Mohun Bagan: এএফসির কোন টুর্নামেন্ট খেলার সুযোগ রয়েছে সবুজ-মেরুনের? জানুন বিস্তারিত

রো ইন্ডিয়ান সুপার লিগ (ISL) । আগামী শনিবার গোয়ার ফতৌদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির সঙ্গে ফাইনাল ম্যাচ খেলবে হুয়ান ফেরেন্দোর সবুজ-মেরুন (ATK Mohun Bagan)।

ATK Mohun Bagan

বর্তমানে একেবারে শেষলগ্নে এসে উপস্থিত হয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL) । আগামী শনিবার গোয়ার ফতৌদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির সঙ্গে ফাইনাল ম্যাচ খেলবে হুয়ান ফেরেন্দোর সবুজ-মেরুন (ATK Mohun Bagan)। এক কথায় যে হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ, তা কিন্তু বলাই চলে।

তবে এখানেই শেষ নয় এবার সবারই লক্ষ্য এফসির টুর্নামেন্টে অংশগ্রহণ। তবে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী বাছাই করা কিছু দলের হাতেই রয়েছে এফসির অন্তর্ভুক্ত টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণ করার। বাদ নেই কলকাতার এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। তবে এফসির আয়োজিত ঠিক কোন স্লটে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ময়দানের শতাব্দী প্রাচীন এই ক্লাবের?

জানা গিয়েছে, আগামী মাসের ৪ তারিখ থেকেই শুরু হতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাছাই পর্বের সমস্ত খেলা গুলি। যা চলবে মে মাসের একেবারে প্রথম সপ্তাহ পর্যন্ত। সেই অনুযায়ী ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রকাশিত হয়েছে সময় সূচি। তবে এবার বিভিন্ন ক্লাব গুলির জন্য একাধিক স্লট তৈরি করা হয়েছে। তার মধ্যে প্রথমেই আসে সবচেয়ে এলিট লিগ এএফসি চ্যাম্পিয়নস লিগ। এরপরেই আসে ঐতিহ্যবাহী এএফসি কাপ । শেষে রয়েছে, এএফসি কাপের বাছাই পর্ব।

এক্ষেত্রে দলগুলির অংশগ্রহণের ক্ষেত্রে যে নিয়মনীতি উঠে এসেছে সেই অনুযায়ী গতবারের আইএসএলের লিগশিল্ড জয়ীদের পাশাপাশি চলতি বছরের লিগশিল্ড জয়ীদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী গতবারের জয়ী দল জামশেদপুর এফসি ও এবারের বিজয়ী দল মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ আয়োজিত হতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন কে কেন্দ্র করে।

পাশাপাশি এএফসি কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করার জন্য এবারের সুপার কাপ জয়ী দলের পাশাপাশি গতবারের আইলীগ জয়ী দলের মধ্যে ম্যাচ করা হবে। সেই অনুসারে, গতবারের বিজয়ী গোকুলাম কেরলের মুখোমুখি বিজয়ী দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে। তবে এখানেই রয়েছে মজার বিষয়। কারন সুপার কাপ বিজয়ী দল যদি আগে থেকেই এএফসির চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে তাহলে বিনা ম্যাচেই এএফসি কাপের গ্রুপ পর্বে চলে যাবে গোকুলাম কেরল।

আবার অন্যদিকে, এএফসি কাপের বাছাই পর্বে অংশগ্রহণের জন্য গতবারের আইএসএল বিজয়ী দল অর্থাৎ হায়দরাবাদ এফসি ও এবারের আইএসএলের বিজয়ী দলের মধ্যেই অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচ। তবে এখানেই রয়েছে আরেকটি মজার বিষয়, কারন হায়দরাবাদ যদি আগে থেকেই এএফসি কাপে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এএফসি কাপের বাছাই পর্বে চলে যাবে আইএসএলের বিজয়ী দল। এক্ষেত্রে বলা যায় বিরাট সুযোগ রয়েছে প্রীতম কোটালের এটিকে মোহনবাগানের পাশাপাশি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির।