
রাজ্যের মুসলিমদের (Muslims) বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন বলে লাগাতার অভিযোগে বিদ্ধ অসমের (Assam) মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা (Chief Minister Himanta Biswa Sharma)। এবার তিনি মুখ খুললেন। অভিযোগের জবাবে তিনি বলেছেন, অসমে সবচেয়ে শান্তিতে বাস করছেন মুসলিমরা।
রাজ্যে বিভিন্ন মাদ্রাসা বুলডোজার নিয়ে গুঁড়িয়ে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। বিজেপি শাসিত রাজ্য সরকারের দাবি, বেআইনি জমি দখল করে চলছে মাদ্রাসাগুলি। সরকারি জমি উদ্ধার চলছে। তবে বিরোধী কংগ্রেস, এআইইউডিএফের অভিযোগ, হিমম্ত বিশ্বশর্মা বিশেষ ধর্মকে নিশানা করেছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, কংগ্রেস যখন অসমে সরকার চালিয়েছিল তখন তারা সংখ্যালঘুদের উন্নতির জন্য কিছুই করেনি। এখন সেই তাদের জন্য কুমিরের কান্না কাঁদছে কংগ্রেস। আমিই মুসলিমদের সবচেয়ে বড় এবং উপকারী বন্ধু বলে দাবি করেছেন হিমন্ত। তবে তিনি বলেন, সংরক্ষিত এলাকায় উচ্ছেদ অভিযান চলছে আদালতের নির্দেশে। কংগ্রেস আমলে যে আইন করা হয়েছিল তার ভিত্তিতে এই অভিযান চলছে।