ATK Mohun Bagan: হায়দরাবাদে বিরুদ্ধে খেলতে নামার আগে বড় স্বস্তি পেল মোহনবাগান

Curiosity around ATK Mohun Bagan's tweet post

বর্তমানে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পারফরম্যান্সে খুশি নন তাদের সমর্থকরা। দলের পরিস্থিতি এখন এমনই যে চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয় স্থানে শেষ করাটাই এখন খুবই কঠিন একটা বিষয় হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের কাছে। অংকের হিসেবে এই মরশুমের আইএসএলে বাকি থাকা তিন ম‍্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে হবে এটিকে মোহনবাগানকে।

আরও পড়ুন: Raj Bhavan: মমতা-প্রিয় নন্দিনীকে সরিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে শাহী বৈঠক

   

এমন একটা শ্বাস চাপা পরিস্থিতির মাঝে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাস্ট উইন ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। দলকে গুরুত্ব পূর্ণ ফুটবলারদের চোটাঘাত তো ভোগাচ্ছেই, তার পাশাপাশি বেশ কিছু ফুটবলারদের অফ ফর্মের ব‍্যাপারটাও খুবই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচেও খেলা হবেনা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের। তাই স্বাভাবিক ভাবেই এই ম‍্যাচেও দল গঠন করতে সমস্যায় পড়তে হবে না সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোকে।

আরও পড়ুন: ISL: ছন্নছাড়া ফুটবল খেলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হার হজম করল ইস্টবেঙ্গল

অবশ্য সবকিছুই যে খারাপ হচ্ছে, এমনটা নয়। সকল সবুজ সমর্থকদের স্বস্তি জাগিয়ে এই ম‍্যাচের মধ্যে দিয়ে প্রত‍্যাবর্তন করতে চলেছে মাঝমাঠের কান্ডারী হুগো বুমোস। হুগো বুমোস ছাড়া যে কতোটা দূর্বল এটিকে মোহনবাগান দল, সে কথা আলাদা ভাবে আর কিছু বলার নেই, তার‍ অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সে সেটা স্পষ্ট। ইদানিং চোট সারিয়ে দলের সাথে প্রাক্টিস শুরু করেছে হুগো বুমোস।কোচ জুয়ান ফেরান্দো জানিয়েছেন তারা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচে হুগো বুমোসকে খেলানোর চেষ্টা চালাচ্ছে।এমন কঠিন ম‍্যাচে বুমোসের উপস্থিতি বাড়তি নির্ভরতা দেবে বুমোসকে সেই কথা বলাই বাহুল‍্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন