ATK Mohun Bagan গোলকিপার বিশাল কাইথের ডার্বি ম্যাচ নিয়ে চাঞ্চল্যকর পোস্ট

গত রবিবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan)। লিগে টপ ফর্মে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড।…

ATK Mohun Bagan goalkeeper Vishal Kaith

গত রবিবার, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ATK মোহনবাগান (ATK Mohun Bagan)। লিগে টপ ফর্মে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ISL ক্রীড়াসূচি অনুযায়ী হুয়ান ফেরান্দোর ছেলেদের পরের হার্ডল ডার্বি ম্যাচ,চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে।

হাই প্রেসার গেম নিয়ে ইতিমধ্যেই হুয়ান ফেরান্দো এন্ড হিজ কোম্পানি অঙ্ক কষা শুরু করে দিয়েছে।গত ম্যাচে বাগানের তিনকাঠির নীচে গ্লাভস পড়ে দূর্গ রক্ষার দায়িত্ব ছিল গোলকিপার বিশাল কাইথের ওপর। সেই কাইথ নিজের ফেসবুক প্রোফাইলে মহাডার্বি ম্যাচ নিয়ে নিজের এবং স্কোয়াডের ‘পাখির চোখ’ ডার্বি ম্যাচ যা, ২৯ অক্টোবর হতে চলেছে তা নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন।

ওই পোস্টে বাগান গোলকিপার বিশাল কাইথ লিখেছে, “#HeroISL 2022-23 সিজনে আমাদের প্রথম 3 পয়েন্ট পেয়ে খুশি। অনেক কিছু ফিরে নিতে এবং এখান থেকে গড়ে তুলতে হবে।

কঠোর পরিশ্রম করতে থাকবে এবং আমাদের ভুল থেকে শিক্ষা নেব কারণ ফোকাস এখন কলকাতা ডার্বিতে চলে গেছে। আমাদের সিজনের সবচেয়ে বড় গেমগুলির একটির জন্য আমাদের সমস্ত ভক্তদের দেখার আশা করছি! 🙏🏻🙏🏻” বোঝাই যাচ্ছে ডার্বি ম্যাচ নিয়ে ‘মাইন্ড গেম’ শুরু হয়ে গিয়েছে। তবে ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টাটাইন এই মাইন্ড গেমকে আমল দিতে নারাজ।

ডার্বি ম্যাচ প্রসঙ্গে মঙ্গলবার লাল হলুদ কোচ কনস্টাটাইন বলেন,ডার্বি নিয়ে এখন আমার কোনও আগ্রহ নেই।দু’দিন পরেই যখন আমাদের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তখন ডার্বি ম্যাচ নিয়ে ভাবতে যাবো কেন?সব ম্যাচই আমার কাছে স্পেশাল, সে ATK মোহনবাগান হোক বা নর্থইস্ট।” আসলে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন ব্রিগেড ডার্বি ম্যাচের আগে টপ গিয়ারে আর স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল টানা দু’ম্যাচে জয়ের মুখ দেখেনি।

ATK Mohun Bagan goalkeeper Vishal Kaith

এমন আবহে মহেশ সিং নাওরেমরা গুয়াহাটি উড়ে গিয়েছে হাইল্যান্ডারদের বিরুদ্ধে লিগের তিন নম্বর ম্যাচ খেলার জন্য। আগামী বৃ্হস্পতিবার মার্কো বুলবুলের ছেলেদের বিরুদ্ধে খেলতে নামার আগে লাল হলুদ ফুটবলারেরা যাতে চাপে পড়ে ফোকাস হারিয়ে না ফেলে এরজন্যই ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন পাল্টা মাইন্ড গেমে’র পথে হেটেছেন। এককথায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে মহাডার্বি ম্যাচ নিয়ে মাইন্ড গেম অর্থাৎ মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে গিয়েছে।

আর এই মাইন্ড গেম অর্থাৎ মনস্তাত্ত্বিক লড়াই’র আঁচ গায়ে লেগেছে ইস্ট-মোহন দুই দলের খেলোয়াড়দের শরীর। ডার্বি ম্যাচের উত্তাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফুটবলারদের শরীরের অ্যাডরিনোলিন হরমোন রক্তের সঙ্গে মিশে গিয়ে আরও বেশি করে চার্জড হয়ে উঠছে।এই মনস্তাত্ত্বিক চাপের থেকেই ATK মোহনবাগান গোলকিপার বিশাল কাইথের ডার্বি ম্যাচ নিয়ে পোস্ট।