Vishal Kaith: ট্রাইবেকারে অনবদ্য সেভের রহস্য ফাঁস করলেন বাগান-গোলকিপার

শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। উল্লেখ্য, এবারের আইএসএল টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছিলেন এটিকে মোহনবাগানের তিন কাঠির প্রহরী বিশাল কাইথ (Vishal Kaith)।

Vishal Kaith - Indian football goalkeeper

স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর পরিকল্পনা অনুযায়ী সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদকে ঘরের মাঠে আটকে দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যারফলে দ্বিতীয় লেগে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামার আগে কিছুটা হলেও চাপে ছিল ওগবেচের হায়দরাবাদ এফসি।

সেইসাথে যুক্ত হয়েছিল মাঠে ছড়িয়ে থাকা হাজার পঞ্চাশেক মোহনবাগান সমর্থকদের কানে তালা ধরানো চিৎকার। তবে ঘরের মাঠে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকলেও সে আশা পূরন হয়নি বাগান কোচের। ম্যাচের দুটি ভাগেই দুই দলের একাধিক ফুটবলার গোলের সুযোগ পেলেও তা আদতে ব্যর্থ হয়। যারফলে খেলা চলে যায় অতিরিক্ত আধঘণ্টায়। সেখানে ও খুব একটা সুবিধে করতে পারেনি কোনও দল।

শেষ পর্যন্ত ট্রাইবেকারের মাধ্যমেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। উল্লেখ্য, এবারের আইএসএল টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছিলেন এটিকে মোহনবাগানের তিন কাঠির প্রহরী বিশাল কাইথ (Vishal Kaith)। তাই পেনাল্টি শুটআউটে এসে ও বেশ চনমনে দেখায় তাকে। বলা যায় তার কাঁধে ভর দিয়েই ফাইনালের টিকিট কনফার্ম করেছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু এই উত্তেজনা পূর্ন ম্যাচে কীভাবে ঠান্ডা মাথায় পুরোটা সামলাতে পারলেন বিশাল? এবার সাংবাদিকদের কে সেটাই জানালেন হিমাচল প্রদেশের এই তারকা।

তিনি বলেন, ট্রাইবেকারের আগে দলের গোলকিপার কোচের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত ভাবে জানেন যে ওদের কোন খেলোয়াড় ঠিক কোন দিকে শট মারে। সেই অনুযায়ী আমি সেভ করার চেষ্টা করেছি। প্রথমে দর্জি তামাংয়ের শট সহজ ভাবেই সেভ করেন বিশাল। যা প্রভাব ফেলে দলের মনোবলের ক্ষেত্রে।

সেকারনেই হয়ত ওগবেচের মতো খেলোয়াড় গোলে শট রাখতে ব্যর্থ থাকেন। যারফলে ফাইনালে ওঠার কাজ অনেকটাই সহজ হয়ে যায় বাগান শিবিরের পক্ষে। তবে গতকাল তার আইডল কে নিয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে ম্যানসিটির তারকা গোলরক্ষক এডারসনের নাম উল্লেখ করেন। পাশাপাশি ভারতীয় গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিং সিন্ধুর কথা ও শোনা যায় তার মুখে। যিনি বর্তমানে বেঙ্গালুরু এফসির গোলরক্ষক।