ATK Mohun Bagan: একঝাঁক উদীয়মান ফুটবলারকে দলে নিয়ে বিরাট চমক দিল বাগান

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কার্যত ঝড় তুললো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একসাথে আট ফুটবলারকে দলে তুলে নিয়ে মারাত্মক চমক দিলো এটিকে মোহনবাগান। Advertisements সরকারি ভাবে…

ATK Mohun Bagan

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কার্যত ঝড় তুললো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একসাথে আট ফুটবলারকে দলে তুলে নিয়ে মারাত্মক চমক দিলো এটিকে মোহনবাগান।

Advertisements

সরকারি ভাবে এদিন ফ্রেডরিকো গ‍্যালাগোকে দলে তুলে নিলো সবুজ মেরুন ব্রিগেড।তার নাম এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলো।এছাড়া কেরালা ব্লাস্টার্সের ফুটবলার পুইটিয়াকে দলে নেওয়ার খবর’ও এদিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।তাকে দলে নেওয়ার আগে মেডিক্যাল টেস্ট করানো টা আবশ্যিক ছিলো।অবশেষে সেই মেডিকেল টেস্ট ফিট ফুটবলার হিসেবে গন‍্য হওয়ার পর আনুষ্ঠানিক তার নাম ঘোষণা করা হয়েছে এটিকে মোহনবাগানের তরফে।২ রা জানুয়ারি থেকে ফের প্রাক্টিস শুরু হবে এটিকে মোহনবাগানের।সেদিন দুজনেই যোগদান ক‍রবেন এই ক্লাবে।

   

এছাড়া রিজার্ভ দলকে পোক্ত করতে বেশ কিছু ফুটবলারকে দলে নিচ্ছে এটিকে মোহনবাগান।রিজার্ভ দলে ফুটবলারের অভাব থাকায় একেবারে শেষ মুহূর্তে কলকাতা ফুটবল লিগের থেকে সরে দাড়িয়েছিলো সবুজ মেরুন।এবার টিম ম্যানেজমেন্ট ফের আরেকবার সেই ভুল করতে চাইছেনা, তাই তারা রিজার্ভ দলকে শক্তিশালী করার জন্যে এবার আরও উদ‍্যোগী ।

এই বিশেষ কারণে এটিকে মোহনবাগানের ছয় ফুটবলারের উপর নজর রয়েছে।ইন্ডিয়ান অ্যারোজের গোলকিপার সৈয়দ জাহাহিদ কে নিয়েছে এটিকে মোহনবাগান‌।আপাতত রিজার্ভ দলে থাকলেও, ভাল পারফরম্যান্স দিলে সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে তার।ডিফেন্স পজিশনে নেওয়া হয়েছে অমিত মিতাই এবং অমনদীপ সিংকে।মাঝমাঠের জন্যে শিবাজিত সিং এবং টাইসন সিং।সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে নেওয়া হয়েছে সুজল ভাটকে।এই ছয় ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলারকে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড।এই সকল যুব ফুটবলাররা ভালো খেললে পরবর্তী সময়ে সিনিয়র দলে খেলার সুযোগ পাবেন।