ATK Mohun Bagan: হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচেও বুমোসহীন মোহনবাগান

Hugo Boumous

শেষ মুহূর্তে বিরাট ধাক্কা খেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির। দলটার বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোটা দলের উপর খারাপ দৃষ্টি পড়েছে একপ্রকার। ইতিমধ্যে আমরা জেনেছি হায়দরাবাদ এফসি (Hyderabad FC) ম‍্যাচে খেলা হবেনা এটিকে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ফুটবলার।

আরও পড়ুন: Pulwama attack: ৪ বছর পরেও প্রতিশোধের আগুনে ফুঁসছে দেশ, জানুন ৪০ সেনার শহীদ হওয়ার গল্প

   

তবে সবুজ মেরুন সমর্থকদের কাছে স্বস্তি ছিলো একটাই। এই ম‍্যাচে খেলবে তাদের মাঝমাঠের প্রানভোমরা হুগো বুমোস। ম‍্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন তিনি হুগোর এই ম‍্যাচে খেলার ব‍্যাপারে আশাবাদী।

হুগো বুমোস কে দলের সাথে প্রাক্টিস করতে দেখা গেছিলো।যা দলের কোচ ফেরান্দোর দাবীকে ঠিক বলেই মনে করাচ্ছিলো। কিন্তু এবার সূত্রের মারফত এসেছে সম্পূর্ণ ভিন্ন খবর। শোনা যাচ্ছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচ খেলতে দলের সাথে যাননি হুগো বুমোস। কারণ দলের চিকিৎসকরা হুগোকে এই ম‍্যাচে খেলার অনুমতি দেয়নি। এর ফলে আইএসএলের অন‍্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নামার আগে মারাত্মক চাপে পড়ে গেলো সবুজ মেরুন শিবির।

আরও পড়ুন: Hansika Motwani: ওটিটিতে ওয়েব সিরিজে নিজের বিয়ে দেখানোর জন্য প্রস্তুত হংসিকা

হুগোহীন সেই দুই ম‍্যাচে এটিকে মোহনবাগানের কি বেহাল দশা হয়েছে সেটা সকলেই দেখেছে। এবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচেও তার না থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়লো সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোর। কারণ পরিবর্ত হিসেবে খেলা গ‍্যালেগো কার্যকর ভূমিকা পালন করতে পারছেনা। মঙ্গলবার শুভাশীষ, ম‍্যাঘিউ ,বুমোস হীন এটিকে মোহনবাগান কি হারাতে পারবে হায়দ্রাবাদ এফসিকে? এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন