Dimitri Petratos: প্রথমদিনের অনুশীলনে নজর কাড়লেন পেত্রেতোস

Dimitri Petratos

সবুজ মেরুন সমর্থক’দের বহুদিনের অপেক্ষার অবসান। শুক্রবার বল পায়ে অনুশীলনে নেমে পরলেন সবুজ মেরুন শিবিরের অস্ট্রেলিয়ার মিডফিল্ডার দিমিত্রি পেত্রেতোস (Dimitri Petratos)ো। প্রথমে দীর্ঘ সময় ফিজিক‍্যাল ট্রেনিংয়ের পর , সতীর্থদের সাথে বল পায়ে ম‍্যাচ প্রাক্টিসে নামলেন তিনি।

Advertisements

আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর সিটির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ডুরান্ড নিয়ে সমস্ত ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর মাথায় এখন খালি এই ম‍্যাচ’টা।

এবারের ডু্রান্ড চলাকালীন দেখা গেছিলো ঠিক কতোটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলো মোহনবাগান । একজন প্রকৃত গোল করার লোকে খুব অভাব দেখা গেছিলো স্কোয়াডে,আর তাই জন্যে যুদ্ধকালীন পরিস্থিতি’তে পেত্রেতোস’কে উড়িয়ে আনা হয়েছিল কলকাতায় ।

Advertisements

আর হাতে গোনা কয়েকদিন বাদে এএফসি কাপের ম‍্যাচ, সেই ম‍্যাচের আগে কতো দ্রুত দলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে দিমিত্রি, সেই প্রশ্ন এখন ঘুরছে সমর্থক’দের মাথায়।ইতিমধ্যে একরাশ প্রত‍্যাশা তৈরী হয়েছে পেত্রেতোস’কে নিয়ে সবুজ মেরুন সমর্থক’দের।এবার সমর্থক’দের প্রত‍্যাশা কতোটা পূরণ করতে পারেন এই অজি ফুটবলার, এখন সেটাই দেখার বিষয়।