ATK Mohun Bagan: বাগানে সুখবর! চোট সারিয়ে মাঠে ফিরেছেন কার্ল ম্যাকহিউ

ATK Mohun Bagan footballer Carl McHugh

চোটের জন্য শনিবার কলকাতা ডার্বিতে খেলতে পারেননি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) তারকা কার্ল ম্যাকহিউ (Carl McHugh)। তবে তিনি নক-আউট পর্বে দলে ফিরতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে৷ সম্ভবত আগামী শনিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে তিনি মাঠে নামতে চলেছেন৷ তার স্পষ্ট আভা পাওয়া গেল সোমবাসরীয় বিকেলে৷ ওদিন তিনি বল পায়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন৷

Advertisements

আরও পড়ুন: Carl McHugh: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোল বান্ধবী ওরলাকে উৎসর্গ করল ম্যাকহিউ

   

গত শনিবার ডার্বি জয়ের পর রবিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ হুয়ান ফেরান্দো। আর একদিনের ছুটি কাটিয়ে সোমবার শুরু হল জোরকদমে গায়ের ঘাম ঝরানো৷ বড় ম্যাচে প্রথম একাদশে খেলা ফুটবলাররা মূলত রিকভারি সেশনে জোর দিলেন। বাকিরা চুটিয়ে অনুশীলন করলেন।

আরও পড়ুন: Jake Jervis: ডার্বিতে প্রাক্তন সতীর্থের মুখোমুখি হওয়ার উত্তেজনায় কাঁপছে জার্ভিস

সোমবারের প্র্যাক্টিসে সবারই নজর ছিল কার্ল ম্যাকহিউয়ের দিকেই। প্রথমে দলের সঙ্গে হাল্কা দৌড়। তারপর দিমিত্রির সঙ্গে বেশ কিছুটা সময় বল দেওয়া নেওয়া করতে দেখা যায়৷ শেষে আবার গোটা মাঠ চক্কর কাটলেন। পুরো সময়েই তাঁর উপর নজর ছিল দলের ফিজিওর। একেই কুঁচকির চোট। তার উপর, তিনটি হলুদ কার্ড রয়েছে কার্ল ম্যাকহিউ। তাই ডার্বিতে তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নেননি ফেরান্দো।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ডার্বির আগে একাধিক সমস্যায় টিম সবুজ-মেরুন

এদিকে, কার্ড সমস্যা কাটিয়ে ওড়িশা ম্যাচে দলে ফিরছেন ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। সম্ভবত শনিবার বেঞ্চে বসতে হবে বড় ম্যাচের নায়ক স্লাভকো ডামজানোভিচকে। সার্বিয়ান ডিফেন্ডারের অবশ্য তাতে কোনও আক্ষেপ নেই। দলের প্রয়োজনে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য তাঁর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements