গত সুপার কাপের ব্যর্থতা ভুলে আজ কোঝিকোড়ে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওগবেচেদের হায়দরাবাদ এফসির মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। আজ যারাই জিতবে তারাই চলে যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে। সেজন্য যেনতেন ভাবেই আজকের ম্যাচে জয় নিশ্চিত করতে মরিয়া বাগান কোচ।
পূর্বে, আইএসএলের মরশুমে মোট চারবার হায়দরাবাদের বিপক্ষে খেলেছে মোহনবাগান। প্রথমবার হুগো বুমোসের গোলে জয় পেলেও দ্বিতীয় লেগে ওগবেচের গোলে পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের। তারপর সেমিফাইনালের প্রথম ম্যাচ গোলশূন্যভাবে ড্র থাকলেও পরবর্তী ম্যাচে ট্রাইবেকারের মাধ্যমে ফাইনালে উঠে যায় এটিকে মোহনবাগান। সেখান থেকে পরে আইএসএল জয়। তবে সেই পুরোনো পরিসংখ্যান নিয়ে এখন খুব একটা মাথা ঘামাতে নারাজ এই স্প্যানিশ কোচ। আসলে গত আইএসএল ম্যাচের তুলনায় আজকের ম্যাচে যে অনেক কঠিন হবে তা ভালোই টের পাচ্ছেন ফেরেন্দো।
নির্ধারিত সূচি অনুসারে আজ সন্ধ্যা ৭ টা নাগাদ কেরালার ইএমএস স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে খেলবে এটিকে মোহনবাগান। তার আগে যথেষ্ট ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন ফুটবলাররা। দলের তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানের কথায়, আজকের ম্যাচ টা জিতেই আমরা এবারের ফুটবল মরশুম শেষ করতে চাই। তাছাড়া আজ জিততে পারলে এশিয়ার সেরার সেরা দল গুলির সঙ্গে খেলার সুযোগ পাবো। সেজন্য নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে চাই।
একই সুর শোনা গিয়েছে দলের লেফট ব্যাক শুভাশিষ বোসের গলায়। তার বক্তব্য, আমরা আজকে নিজেদের টিম গেমটা খেলতে চাই। সেটা সম্ভব হলে আজ জয় না পাওয়ার কোনো কারন নেই।আমাদের দলের যা শক্তি আছে তাতে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি। তবে সবথেকে বেশি খুশির খবর হল, সুপার কাপের মতো এই ম্যাচে ও সম্প্রচারিত হবে টেলিভিশন সহ অন্যান্য মাধ্যম গুলিতে।
Head coach Juan Ferrando has named the line up to take on Hyderabad FC! 💚♥️#JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/cLiHNfDIe8
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 3, 2023
কিভাবে দেখবেন আজকের ম্যাচ? টেলিভিশনে দেখতে হলে সন্ধ্যা ৭ টা থেকেই সোনি স্পোর্টস ২ তে নজর রাখতে হবে সকল ফুটবলপ্রেমীদের। তবে বিনামূল্যে দেখতে হলে নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করতে হবে জিও টিভি অ্যাপ। সেখানে গিয়ে “সোনি স্পোর্টস ২” চ্যানেলে খুঁজে নিলেই কেল্লাফতে। তবে অন্যকোনো পদ্ধতিতে ম্যাচ দেখতে হলে ব্যাবহার করতে পারেন” ফ্যানকোড” অ্যাপ। তবে গুগুল প্লে স্টোর থেকে এই অ্যাপলিকেশনটি ডাউনলোড করার পর ১৫ টাকার ফ্যানকোড পাস ব্যবহার করে দেখা যাবে আজকের লাইভ ম্যাচ।
