ATK Mohun Bagan : সল্টলেকে গোলের বন্যা, পরের পর্বে ছুটল পালতোলা নৌকা

পাল্টা মারের পথ বেছে নিয়েছিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। মরণ-বাঁচন ম্যাচে আক্রমণে আস্থা রেখেছিল দল। মঙ্গলবার বিরতির আগেই জনি কাউকোর জোড়া গোল। দশ মিনিটের মধ্যে গোল দুটি করেছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার।

এদিন বিকেলের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। গোকুলাম জিতলে সুবিধা করতে পারত না এটিকে মোহন বাগান। কারণ হেড টু হেডের হিসেবে পিছিয়ে সবুজ মেরুন ব্রিগেড। বিকেলের ম্যাচে গোকুলাম কেরালার পরাজয়ের খবর নিয়েই সন্ধ্যে বেলায় মাঠে নেমেছিল হুয়ান ফেরান্ডোর দল। লক্ষ্য কেবল পুরো পয়েন্ট।

   

মালদ্বীপের মাজিয়া বনাম এটিকে মোহন বাগান ম্যাচে গোলের ছড়াছড়ি। দুই দলই গোল করেছেন। খেলা ‘ওপেন’ হওয়ায় ম্যাচ হয়েছে উপভোগ্য।

প্রথমার্ধে এটিকে মোহন বাগানের পক্ষে স্কোরলাইন ছিল ১-২। দশ মিনিটের মধ্যে জনির দু’টি গোল। অন্য দিকে বিরতিতে যাওয়ার ঠিক আগে মাজিয়ার হয়ে একটি গোল শোধ করেছিলেন তানা।

বিরতির পর আরও চারটে গোল। ৫৬ মিনিটে গোল করে দুই দলের ব্যবধান ফের দ্বিগুণ করে দেন রয় কৃষ্ণা। তার ঠিক দুই মিনিটের মধ্যে বাগানের আরও একবার লক্ষ্যভেদ। এবার অন্য একজন, শুভাশীষ বসু। বাগানের পঞ্চম গোল কার্ল ম্যাকহিউয়ের। কার্ল গোল করার মিনিট দুই পরে মাজিয়ার হয়ে দ্বিতীয়বার গোল শোধ করেছেন তানা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন