মহম্মদ ইয়াসিরকে উইশ লিস্ট থেকে বাদ দিচ্ছে মোহনবাগান, কার উপর ভরসা রাখবেন ফেরেন্দো?

চলতি মরশুম খুব একটা খারাপ যায়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan )। শুরুতে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে, হিরো আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে প্রীতমরা।

Hyderabad FC star footballer Mohammad Yasir dribbling the ball on the field

চলতি মরশুম খুব একটা খারাপ যায়নি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan )। শুরুতে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে, হিরো আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই অপ্রতিরোধ্য হয়ে ওঠে প্রীতমরা।

যারফলে, নক আউটে ওডিশা এফসি থেকে শুরু করে সেমিফাইনালে হায়দরাবাদ ও ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির মতো দলকে সহজেই পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। সেই ফর্ম ধরে রেখেই এবার কেরালায় সুপার কাপ অভিযান শুরু করেছিল ফেরেন্দো ব্রিগেড। তবে এখন তা অতীত।

আসলে প্রথম ম্যাচে আইলিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি কে বড় ব্যবধানে হারাতে সক্ষম হলেও দ্বিতীয় ম্যাচে বুথরয়েডের জামশেদপুরের কাছেই মুখ থুবড়ে পড়তে হয় তাদের। সেই ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হারতে হয় এটিকে মোহনবাগান কে। যারফলে, সুপার কাপের সেমিফাইনালে ওঠার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায় তাদের। তবুও আগামীকাল এফসি গোয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলবে দিমিত্রি-বুমোসরা।

তবে সেসব নিয়ে এখন খুব একটা ভাবতে নারাজ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার আগামী মরশুম এক টার্গেট করে, এখন থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছেন দলের রিক্রুটাররা। সেইমতো গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল হায়দরাবাদ এফসির অন্যতম ভরসাযোগ্য তারকা মহম্মদ ইয়াসিরের সঙ্গে নাকি যোগাযোগ বাড়াচ্ছে সবুজ-মেরুন।

তবে সেকথা সত্যি হলেও এবার নাকি তাকে উইশ লিস্ট থেকে বাদ দিচ্ছে ম্যানেজমেন্ট। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, মহম্মদ ইয়াসিরের বদলে এখনো পর্যন্ত নাকি হুয়ান ফেরেন্দোর প্রথম পছন্দে রয়েছেন মনবীর সিং। গত মরশুমের মতো এবারও তার পারফরম্যান্স ছিল দেখবার মতো। আইএসএল শেষ করেই এবার ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে ইগর স্টিমাচের শিবিরের ডাক পেয়েছিলেন তিনি। যথেষ্ট ভালো খেলেছেন এই ফুটবলার। তাই আগামী মরশুমের জন্য হয়ত তার উপরেই ভরসা রাখল বাগান কোচ।