সুদের হার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে বেশি, নতুন যোজনা নিয়ে এল SBI

বর্তমানে এই মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে নাজেহাল দেশের সাধারণ মানুষ। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি তাতে আরও ভোগান্তি যোগ করেছে, সেই সাথে জ্বালানী মূল্য সেঞ্চুরি হাঁকিয়েছে বহুদিন আগেই।

SBI Logo - State Bank of India

বর্তমানে এই মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে নাজেহাল দেশের সাধারণ মানুষ। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি তাতে আরও ভোগান্তি যোগ করেছে, সেই সাথে জ্বালানী মূল্য সেঞ্চুরি হাঁকিয়েছে বহুদিন আগেই। সব মিলিয়ে বর্তমানে মধ্যবিত্তের অবস্থা তথৈবচ। তাই সাম্প্রতিক সময়ে আর্থিক সঞ্চয় খুব জরুরি বলেই মনে করছেন সাধারণ মানুষ, কিন্তু তাতেও নিশ্চিন্ত হয়ে থাকা যাচ্ছে না, কারণ হিসাবে বাঁধ সাজছে সূদের হার।

তবে সম্প্রতি রেপো রেট বৃদ্ধি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, যার ফলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়েছেন ঋণ গ্রহীতারা। তবে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদী আমানতে সূদের হার আগের থেকে বেড়েছে অনেকটাই। আমরা সকলেই নিজের সারা জীবনের উপার্জিত অর্থ এমন স্থানে গচ্ছিত রাখতে চাই যেখানে সেই টাকা থাকবে সুরক্ষিত পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় বেশি মিলবে সূদের হার।

আর ঠিক সেই রকমই আর্থিক প্রতিষ্ঠান হল ভারতীয় ষ্টেট ব্যাঙ্ক। ভারতীয় রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল এই ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার তারা নিয়ে এলো এক বিরাট যোজনা, যার মাধ্যমে মাত্র ৪০০ দিনের স্থায়ী আমানতে মিলবে ৭.৬ শতাংশ হারে সুদ। ‘অমৃত কলস’ নামে এই প্রকল্প বেশ কিছু দিনেই আগেই চালু করেছে তারা, তবে সময়সীমা ছিল গত ৩১শে মার্চ পর্যন্ত।

কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আগামী ৩০শে জুন পর্যন্ত এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ষ্টেট ব্যাঙ্ক। সাধারণ প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য সুদের হার ৭.০ শতাংশ এবং দেশের প্রবীণ নাগরিকদের জন্য মিলবে ৭.৬ শতাংশ হারে সুদ।