ATK Mohun Bagan: কলকাতায় পা দিচ্ছেন দিমিত্রি পেত্রেতোস

ইতিমধ্যে ডুরান্ড কাপের আসরে তিনটি ম‍্যাচে খেলে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই তিন ম‍্যাচে একটা বিষয় স্পষ্ট। সবুজ মেরুন ব্রিগেড প্রচুর পরিমাণে গোল…

ATK Mohun Bagan: Dimitri Petratos steps into Calcutta

ইতিমধ্যে ডুরান্ড কাপের আসরে তিনটি ম‍্যাচে খেলে ফেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই তিন ম‍্যাচে একটা বিষয় স্পষ্ট। সবুজ মেরুন ব্রিগেড প্রচুর পরিমাণে গোল করার সুযোগ তৈরী করলেও,কাঙ্ক্ষিত গোল করার লোকটার ভীষণ অভাব এই দলের।

এদিকে আগামী সেপ্টেম্বর মাসে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালের ম‍্যাচ এটিকে মোহনবাগানের।এই মুহূর্তে সবুজ মেরুন সমর্থক’দের মনে সবচেয়ে বড় প্রশ্ন এই গুরুত্বপূর্ণ ম‍্যাচে গোলটা কে করবে দলের হয়ে ?

এই মরশুমে এটিকে মোহনবাগান কোনও বক্স স্ট্রাইকার সই করাইনি।তারা দলে নিয়েছে দিমিত্রি পেত্রেতোস নামের একজন সেন্টার ফরোয়ার্ড’কে।হুগো বুমোসের মতো পেত্রেতোস একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এবং দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলতে কোনও সমস্যা নেই তার।

বর্তমানে সকল সবুজ মেরুন সমর্থক’দের মনে সবচেয়ে বড় প্রশ্ন, কবে ভারতে আসবেন দিমিত্রি, এবং এদেশে এসে উপস্থিত হওয়ার পর, তিনি কি এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম‍্যাচে খেলতে পারবে ?

আগামী ৩১ আগষ্ট ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন দিমিত্রি পেত্রেতোস। এরপরই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২-৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতে পৌঁছে যাবেন এই ফুটবলার। আগামী সেপ্টেম্বর সবুজ মেরুন জার্সি গায়ে এএফসি’র ম‍্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল।