শনিবার গোয়ার মারগাও’র PJN স্টেডিয়ামে ATK মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি’কে। মেরিনার্সদের হয়ে গোল করে জনি কাউকো (২২),লিস্টন কোলাসো(৪৫),মনবীর সিং(৫২) মিনিটে। অবশ্য খেলার শুরুতে পিছিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। সুহের ভিপি ১৭ মিনিটে দলকে গোলের লিড দেয়। সবুজ মেরুন শিবিরকে সমতায় ফেরায় জনি কাউকো।
নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে১৪ ম্যাচে ৭ ম্যাচে জয় এবং ৫ ম্যাচ ড্র করে ATK মোহনবাগান এখন ISLপয়েন্ট টেবিলে দু নম্বরে,টুর্নামেন্টে ২ ম্যাচে হারের মুখ দেখে।
ISL পয়েন্ট টেবিলে শীর্ষে হায়দরাবাদ এফসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট, আর ATK মোহনবাগান ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।তিনে জামশেদপুর এফসি ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট এবং চারে বেঙ্গালুরু এফসি ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট। ATK মোহনবাগানের পরের খেলা ১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবারএফসি গোয়ার বিরুদ্ধে। অন্যদিকে,এসসি ইস্টবেঙ্গল খেলতে নামবে ১৪ ফেব্রুয়ারি সোমবার কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে।