ATK Mohun Bagan: হুয়ান ফেরান্দোর সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ

এবারের ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল হতে চলেছে ঐতিহাসিক। সেমিফাইনালের যোগ্যতা অর্জনকারী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সহ চার দলের কোচের সামনে রয়েছে ইতিহাস গড়ার…

Juan Fernando

এবারের ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল হতে চলেছে ঐতিহাসিক। সেমিফাইনালের যোগ্যতা অর্জনকারী এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সহ চার দলের কোচের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। চারজনের কেউই জেতেননি লিগ সেরার খেতাব। 

শুক্রবার চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনালের সূচনা। সন্ধ্যা সাড়ে সাতটায় ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স‌ জামশেদপুর ফুটবল ক্লাব। জামশেদপুর এটিকে মোহন বাগানকে হারিয়ে শিল্ড জিতেছে। স্বভাবতই লিগ জয়ের ব্যাপারে আরও জোরালো হয়েছে তাদের দাবি। 

পরের দিন এটিকে মোহন বাগানের ম্যাচ। জেএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে বাগানের উল্টো দিকে থাকবে হায়দরাবাদ এফসি। খেলা সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্বিতীয় লেগের ম্যাচটি ১৬ মার্চ। ওই একই সময় শুরু হবে খেলা। 

লোপেজ হাবসের প্রস্থানের পর দলের হাল ধরেছিলেন হুয়ান ফেরান্দো। এরপর টানা ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে সবুজ মেরুন শিবির। শেষে শিল্ডের লড়াইয়ে ইস্পাত নগরীর দলের কাছে পরাস্ত হয়েছে এটিকে মোহন বাগান। সেমিফাইনালে নামার আগে হতাশ হয়েছিলেন বাগান কোচ। মাঠেই মুখ ঢেকেছিলেন তিনি। তবে ছেলেদের মনোবল হারাতে দিতে নারাজ। দলের ফুটবলাররাও লিগ সেরার খেতাব জিততে চান সমর্থকদের জন্য।