বিতর্কের অবসান হওয়ার পথে। এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দোকে (juan feranndo) নিয়ে যে জল্পনার চলছিল, এবার হয়তো তা নিরসন হবে। সম্প্রতি তাঁকে নিয়ে পাওয়া গিয়েছে আভাস।
আগামী দিনে এটিকে মোহন বাগানের হয়ে আর হয়তো দেখা যাবে না হুয়ান ফেরান্ডোকে, এমনটাই অনুমান করছিলেন ময়দানের একাংশ। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে বাকি আর এক মাস। তার আগে সত্যিই কি চাকরি হারাবেন বাগানের স্প্যানিশ কোচ? পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে ইতিমধ্যে।
তবে এখনও পর্যন্ত যা খবর তাতে হুয়ানের চাকরি হয়তো এখনই যাচ্ছে না। এটিকে মোহন বাগানের কোচের পদেই দেখা যাবে তাঁকে। পরপর দুটি টুর্নামেন্টে দল ব্যর্থ হলেও, সবুজ মেরুন কর্তারা তাঁর ওপরেই আস্থা রাখছেন এখনও।
কোচের কথা মতো এবারের দল গড়া হয়েছে। তৃণমূল স্তর থেকে ফুটবলার বাছাই করার ব্যাপারেও দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ানকে। তাই এখনই তাঁর চাকরি যাওয়ার সম্ভাবনা নেই বলেই ফুটবল মহলের অনেকে মনে করছেন। তবে প্রশ্নের মুখে হয়তো তাঁকে পড়তে হতে পারে। এখন দেখার পূর্ণ শক্তির দল তৈরি হওয়ার পর বাগান কেমন পারফরম্যান্স মেলে ধরতে পারে।