ডুরান্ড কাপ: মাঠে নেমে জয়ের লক্ষ্যে মরিয়া মহামেডান

চলতি ডুরান্ড কাপে (Durand Cup) চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বড় দাবিদার কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বুধবার সন্ধ্যে ৬ টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে…

Mahamedan SC

চলতি ডুরান্ড কাপে (Durand Cup) চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বড় দাবিদার কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বুধবার সন্ধ্যে ৬ টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামছে কলকাতা জায়ান্টরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত মহামেডান অপ্রতিরোধ্য। গ্রুপ ‘এ’তে একটিও ম্যাচ না হেরে শেষ চারে আন্দ্রে চেরনশিভের ছেলেরা। গ্রুপ ম্যাচে একমাত্র বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র,তাও আবার দশজনের সাদা কালো বিগ্রেডকে বাগে পেয়েও জয় ছিনিয়ে আনতে না পারার ব্যর্থতা সুনীল ছেত্রী,রয় কৃষ্ণদের। শেষ মুহুর্তে গোল খেয়েছিল সেখ ফৈয়াজরা।

বুধবার সাদা কালো শিবিরের জনতা প্রিয় দলের জয় দেখতে স্টেডিয়ামে আসবে। সামনে সুবর্ণ সুযোগ ডুরান্ড কাপের ফাইনালে ওঠার। হেলায় হারাতে চাইছে না মার্কাস জোসেফরা। গোটা দল একটা ইউনিট হয়ে খেলছে,টোটাল ফুটবল। মাঝে টুর্নামেন্টের নক আউট স্টেজে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নাইজেরিয়া আবিওলা দাউদার ম্যাজিক,জোড়া গোল করে রাতারাতি নায়ক বনে যাওয়া দাউদার। কোয়াটার ফাইনালে সেখ ফৈয়াজের এক গোল, মোট ৩-০ গোলে জয় নক আউটে। আন্দ্রে চেরনশিভের মহামেডান স্পোটিং’র অশ্বমেধের ঘোড়া টগবগ করে ছুটে আজ সেমিফাইনালে ১৩১ তম ডুরান্ড কাপে। মুম্বইকে হারিয়ে ফাইনালে পৌছতে পারবে ব্ল্যাক প্যাহ্নর্সরা। সাম্প্রতিকতম পারফরম্যান্সের ভিত্তিতে কলকাতা জায়ান্টদের ওপর ভরসা রাখা যায়।