
আজ আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দ্রাবাদ এফসি। যেদিকে তাকিয়ে আপামর ফুটবলপ্রেমী মানুষ। একদিকে যখন ওডিশা ম্যাচে দুই ভরসাযোগ্য ফুটবলারের চোট লাগায় আসন্ন সেমিফাইনালের প্রথম একাদশ সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
অন্যদিকে নিজেদের আক্রমণভাগ সাজাতে গিয়ে কপালে ভাঁজ পড়েছিল হায়দ্রাবাদের কোচ মানোলো মারর্কোজের। দলের গোল মেকারের চোট নিয়ে শুরু থেকেই চাপে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। আদৌ তিনি আজ মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে এখনো মুখ খোলে নি হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট। তবে বিপক্ষের এই গোল মেকার কে নিয়ে খুব একটা চিন্তিত নন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো।
পাশাপাশি ম্যাচের পরিকল্পনা নিয়ে বাগান কোচ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও সময়েই আমাদের পরিকল্পনার খুব একটা বদল ঘটে না। যেকোনো ম্যাচের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য। সেমিফাইনাল হোক কিংবা ফাইনাল খেলোয়াড়রা একইভাবে খেলবে। সেইসঙ্গে হায়দ্রাবাদ দলের অন্যতম তিন তারকা তথা মহম্মদ ইয়াসির, ও আকাশ মিশ্রের পাশাপাশি জোয়েলর প্রশংসা ও করতে শোনা যায় বাগান কোচের মুখে। তবে তিনি বলেন, এদের কে আটকাতে আমাদের আগের মতোই সমস্ত পরিকল্পনা থাকবে। সেইসাথে ম্যাচের পরিস্থিতি অনুসারে আক্রমণ ও রক্ষনভাগের গতি বাড়ানোর কথা শোনা যায় তাঁর মুখে।
তাহলে কি ওগবেচে কে নিয়ে চিন্তিত নন ফেরেন্দো? তার তরফে বলা হয়, কোনো একজন কে মার্ক করে মাঠে নামছে না দল। বরং ওদের এগারো জনের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সির এগারোজন খেলোয়াড় খেলতে নামবে মাঠে। এক কথায় বলতে গেলে, ঠান্ডা মাথায় ম্যাচ খেলার পাশাপাশি সুযোগ বুঝে দলের হয়ে জয়সূচক গোল তুলে নেওয়ার পথেই হাটবে দিমিত্রি-বুমোসরা।
এবারের আইএসএলে একাধিকবার নিজের জাত চিনিয়েছেন ওগবেচে। এমনকি এবারের আইএসএলের সাধারণ ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ও জ্বলে উঠেছিলেন তিনি। ম্যাচের ৮০ মিনিটের মাথায় নেমে ৮৩ মিনিটের মাথায় দলের হয়ে জয়সূচক গোল ছিল তার। আজ ও কি ম্যাচের শেষ লগ্নে নামবেন এই গোল মেকার? সেদিকেই তাকিয়ে সকলে।










