Hugo Boumous: প্রথম লেগে যথেষ্ট ভালো খেলব, দল নিয়ে আশাবাদী বুমোস

91
ATK_MB_hugo
Advertisements

শেষ ৩টি ম্যাচে একেবারে অপরাজিত হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান। তারা হারিয়েছে ইস্টবেঙ্গল, কেরালা সহ ওডিশা এফসির মতো শক্তিশালী দলগুলিকে। যারফলে, আজ নিজামের শহরে সেমির প্রথম লেগ খেলার আগে ফুরফুরে মেজাজে মনবীর-প্রীতমরা। 

তবে, ঘরের মাঠে গত ওডিশা ম্যাচে চোট পেয়েছিলেন দলের অন্যতম ভরসাযোগ্য দুই ফুটবল তারকা তথা দলের গোল রক্ষক বিশাল কাইথ ও উইঙ্গার আশিক কুরনিয়ান। যা রীতিমতো চিন্তায় রেখেছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কে। তবে সময়ের সাথে সাথে প্রায় একেবারে ফিট বিশাল কাইথ। কিন্তু চোটের কবলে থেকে গিয়েছেন আশিক। যা ভোগাতে পারে মোহনবাগান শিবিরকে।

Advertisements

তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ এটিকে মোহনবাগানের অন্যতম অস্ত্র হুগো বুমোস। নিজামের শহরে এসে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে ঠিক এমনটাই বোঝালেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের পারফরম্যান্সের উপর যথেষ্ট আশাবাদী থাকতে শোনা যায় তার থেকে।

Advertisements

বুমোস বলেন, গতবার প্রথম ম্যাচে আমরা ভালো খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আমাদের আধিপত্য ছিল সব থেকে বেশি। কিন্তু প্রচুর সুযোগ নষ্ট করায় একটার বেশি গোল করতে পারিনি আমরা। যারফলে, জিতে ও ছিটকে যেতে হয়েছিল আমাদের। তবে এবার প্রথম লেগ থেকেই আমরা ভালো খেলব। তবে হায়দ্রাবাদ ও যথেষ্ট ভালো দল। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কাজটা করা যথেষ্ট কঠিন হতে চলেছে।

অন্যদিকে, আশিকের বদলে আজ প্রথম থেকেই শুরু করতে পারেন সবুজ-মেরুনের আরেক ভরসাযোগ্য তারকা লিস্টন কোলাসো। তবে সমস্যা হল, আইএসএলের শেষ লগ্নে এসে ও এখনো পর্যন্ত নিজের ছন্দে ফিরতে পারেননি তিনি। কিন্তু মনবীর, বুমোস ও দিমিত্রির মতো তারকাদের ফর্মে থাকায় হায়দ্রাবাদের তুলনায় বর্তমানে কিছুটা হলেও এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisements