ATK Mohun Bagan : আইএসএলের পর এএফসি কাপেও এই একই সমস্যায় বাগান

এএফসি কাপের (AFC Cup) ডু অর ডাই ম্যাচে নামার আগে সমস্যায় এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সোমবার সাংবাদিক সম্মেলনে খোলাখুলি দলের সমস্যার কথা বলেছেন…

juan ferrando

এএফসি কাপের (AFC Cup) ডু অর ডাই ম্যাচে নামার আগে সমস্যায় এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সোমবার সাংবাদিক সম্মেলনে খোলাখুলি দলের সমস্যার কথা বলেছেন জুয়ান ফেরান্দো। সেই সঙ্গে সমীহ করছেন প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া (Maziya S&RC) স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে।

সাংবাদিক সম্মেলনে এটিকে মোহন বাগানের স্প্যানিশ কোচ জানিয়েছেন, ‘দলের ফুটবলাররা ক্লান্ত। ছয় দিনের মধ্যে দু’টি ম্যাচ খেলতে হচ্ছে।’ ক্লান্তি-সমস্যায় আগেও পড়েছিল এটিকে মোহন বাগান। ইন্ডিয়ান সুপার লিগে খেলার সময় ক্রীড়া সূচি নিয়ে প্রশ্ন তুলেছিলেন হুয়ান। টুর্নামেন্টে ধারাবাহিক অপরাজিত থাকার পরেও শিল্ড এবং লিগ খেতাব হাতছাড়া হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডের। সেই একই সমস্যা এবার এএফসি কাপেও।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে ছিলেন না সন্দেশ ঝিঙ্গান। তাঁর চোট নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছিল। মাজিয়ার বিরুদ্ধেও হয়তো পূর্ণ শক্তির দল হাতে পাচ্ছেন না বাগান কোচ। না-ও খেলতে পারেন হুগো বুমোস।

প্রতিপক্ষ মাজিয়া সম্পর্কে হুয়ান ফেরান্দো বলেছেন, ‘আমরা জানি মালদ্বীপে মাজিয়া দুর্দান্ত একটা ক্লাব। অতীতেও ওদের পারফরম্যান্স খুব ভালো ছিল। গোকুলাম কেরালার বিরুদ্ধে জয় পাওয়ার পর মাজিয়া নিশ্চই আত্মবিশ্বাসী।’