Durand Cup: রাজস্থান হারায় ডুরান্ডে সুবিধা হল এটিকে মোহনবাগানের

Rajasthan lost in the Durand Cup

সবুজ মেরুন সমর্থক’দের নজর ছিলো সোমবার মুম্বই সিটি এফসি বনাম রাজস্থান ইউনাইটেডের মধ্যে ডুরান্ড কাপের (Durand Cup) ম‍্যাচের দিকে।ম‍্যাচে মুম্বই সিটি এফসি ৫-১ গোলে হারিয়ে দেয় রাজস্থান ইউনাইটেড’কে।

এর ফলে ৩ ম‍্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় শীর্ষ স্থানে থাকলো মুম্বই সিটি এফসি।অন‍্যদিকে হারের ফলে ৩ ম‍্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে রাজস্থান ইউনাইটেড পয়েন্ট গ্রুপের ৩ নম্বর পজিশনে চলে এলো।এবং ৩ নম্বর পজিশন থেকে ২ নম্বর পজিশনে চলে এলো এটিকে মোহনবাগান।এদিনের ম‍্যাচের পর এটিকে মোহনবাগানের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বেঁচে থাকলো আপাতত।

   

কারণ এটিকে মোহনবাগান এবং রাজস্থান ইউনাইটেডের আর একটা করে ম‍্যাচ বাকি, সেটা ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে।ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম‍্যাচে যদি এটিকে মোহনবাগান জিতে যায়,এবং উল্টো দিকে রাজস্থান যদি নেভির বিরুদ্ধে হেরে যায় অথবা ড্র করে,তাহলে এটিকে মোহনবাগানের ডুরান্ডের পরবর্তী রাউন্ডে পৌঁছতে কোনও সমস্যা হবেনা‌।অর্থাৎ ইন্ডিয়ান নেভি’কে হারিয়ে ডুরান্ডের পরবর্তী রাউন্ডে যেতে রাজস্থানের ম‍্যাচের দিকে নজর রাখতে হবে।যেহেতু হেড টু হেড’এর বিচারে পরবর্তী রাউন্ড গুলো’তে কোয়ালিফাই করবে ডুরান্ডের দল গুলো,তাহলে রাজস্থান জিতে গেলে মোহনবাগানের ডুরান্ডের জার্নি শেষ হয়ে যাবে এবছরের মতো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন