বিকেল গড়ালেই ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনাল পর্বের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হায়দরাবাদ এফসি এবং এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দুই দলই ফুটছে। মাঠে বল গড়ানোর আগে শব্দ যুদ্ধে হুয়ান ফেরান্দো (Juan Fernando) এবং মানোলো মার্কয়েজ (Manolo Marquez)।
দুই দলের কোচের কাছেই এই সেমিফাইনাল বিশেষ গুরুত্বপূর্ণ। দু’জনের কেউই এর আগে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) সেরার ট্রফি হাতে তোলেননি। সুতরাং উভয় স্প্যানিয়ার্ডের কাছে সেমিফাইনালের দুই পর্ব কার্যত অ্যাসিড টেস্ট।

হায়দরাবাদ এফসির (Hyderabad FC) কোচ মানোলো মার্কয়েজ বলেছেন, “প্রথমবার সেমিফাইনালে নামার অনুভূতিটা একেবারে অন্যরকম । মাথার মধ্যে অনেক কিছু কাজ করে। আমার ব্যাক্তিগত মত, দলে তরুণ ফুটবলারের সংখ্যা বেশি। হায়দরাবাদ এফসির হয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে উপভোগ করবো আমরা।”
এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দোর কথায়, “ফুটবলে অনেক ছোটখাটো ব্যাপারে ফোকাস করতে হয়। কখনও সাফল্য আসে, কখনও ব্যর্থতা। কোনও একটা বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া কঠিন।অবশ্যই আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি… সেই চেষ্টাই করছি। কারণ, বর্তমান ও ভবিষ্যৎ কেমন হবে, তা আমাদেরই হাতে।”