Transfer Window: ডুরান্ড কাপের পরেই এক বিদেশী সেন্টার ব্যাককে সই করাচ্ছে কেরালা

Transfer Window: গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট।

Kerala Blasters Secure Signing of Prabir Das After Eagerly Awaited Transfer

Transfer Window: গত মরশুমের ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। শেষ আইএসএল মরশুমে সাইমনের বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত গোল খাওয়ার পর দল তুলে নিয়েছিলেন দলের কোচ ইভান ভুকোমানোভিচ।

পরবর্তীতে ম্যাচ কমিশনারেট থেকে শুরু করে এফএসডিএল কর্তাদের তরফ থেকে বহুবার অনুরোধ করা হলেও আর মাঠে নামেনি দক্ষিণের এই ফুটবল দল। যারফলে নির্ধারিত সময়ের শেষে বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করে ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। হিরো ইন্ডিয়ান সুপার লিগে সেবারের মতো অভিযান শেষ হয়ে গেলেও রেফারি সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দারস্থ হয়েছিল এই ফুটবল দল। তবে তা কার্যকরী হয়নি।

তাই সমস্ত ব্যর্থতা দূরে ঠেলে নতুন মরশুমে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বহু খেলোয়াড়দের সাথে কথাবার্তা শুরু করে ম্যানেজমেন্ট। যার ফলস্বরূপ গত কয়েকমাস আগেই তাদের অন্যতম প্রতিপক্ষ ক্লাব বেঙ্গালুরু এফসির থেকে প্রবীর দাস কে ছিনিয়ে নেই কেরালা। শেষ মরশুমে বেঙ্গালুরু দলের জার্সিতে আইএসএল ফাইনাল খেললেও ট্রাইবেকারে পরাজিত হতে হয়েছিল এটিকে মোহনবাগান দলের কাছে। তবে এবার নতুন মরশুমে নতুন দলের হয়ে খেলবেন এই বাঙালি ফুটবলার। তবে তিনি এখানে এটিকে মোহনবাগান দলের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল কে ও খেলতে দেখা যাবে এবার কেরালার জার্সিতে।

গত মরশুমে দলের দায়িত্ব নিয়ে দল কে আইএসএল চ্যাম্পিয়ন করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সাহাল আবদুল সামাদের সঙ্গে সোয়াপ ডিল করে প্রীতম কে কেরালায় পাঠিয়েছে সবুজ-মেরুন। তবে প্রশ্ন ছিল বিদেশি ফুটবলারদের নিয়ে। এক্ষেত্রে আদ্রিয়ান লুনার মতো তারকাদের নাম শোনা গেলেও নতুন সেট আপ এখনো থেকে গিয়েছে ধোঁয়াশা। তবে যতদূর জানা যাচ্ছে, আগত ডুরান্ড কাপের পর নিজেদের নয়া বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি একজন দেশীয় ফরোয়ার্ডের নাম ঘোষণা করবে দক্ষিণের এই ক্লাব।