Delhi: ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৭

মর্মান্তিক ঘটনা ঘটল রাজধানীতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে গোকুলপুরী এলাকার বস্তিতে আগুন লেগে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে,…

মর্মান্তিক ঘটনা ঘটল রাজধানীতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে গোকুলপুরী এলাকার বস্তিতে আগুন লেগে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এর পাশাপাশি সাতটি মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনার বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-পূর্ব) দেবেশ কুমার মাহলা বলেন, ‘রাত ১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়, যার পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। ভোর চারটের সময়ে আগুন দমকলের নিয়ন্ত্রণে আসে।’ দমকলের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকলের ১৩টি ইঞ্জিন।

   

<

p style=”text-align: justify;”>এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৬০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এহেন ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইটে জানান, ‘সকালে এই দুঃসংবাদটা শুনলাম। আমি নিজে সেখানে গিয়ে দুর্গত মানুষের সঙ্গে দেখা করব।’