ATK Mohun Bagan: কৃষ্ণার পরিবর্তে বাগানে ব্রাজিলিয়ান তারকা? জেনে নিন সত্যিটা

henrique luvannor

রয় কৃষ্ণার জায়গায় এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) নাকি আসছেন ব্রাজিলের এক তারকা ফুটবলার! মঙ্গলবার এই খবরে গরম হয়েছিল ময়দান। খবরের সত্যতা নিয়ে সন্দেহের জায়গা রয়েছে। আপাতত এটাকে গুজব বলাই ভালো।

Advertisements

নতুন মরসুমের আগে এটিকে মোহন বাগান রয় কৃষ্ণাকে রিলিজ করে দিয়েছিল। বেশ কয়েক দিন হল কৃষ্ণা ছাড়া রয়েছে গঙ্গা পরের বাগান। ডেভিড উইলিয়ামসও নেই। তাই বিদেশি স্ট্রাইকার দলের প্রয়োজন। দল বদলের বাজারে এটিকে মোহন বাগান বরাবরই আলোচনায় থাকে। এবারেও রয়েছে চমকের আশা করছেন ফুটবল প্রেমীরা।

   

ময়দানে কানাঘুষো, সবুজ মেরুন তাঁবুতে যোগ দিতে পারেন ব্রাজিলের ফরোয়ার্ড হেনরিক লুভানো। ৩২ বছর বয়সী আক্রমণভাগের এই ফুটবলার একাধিক ক্লাবে খেলেছেন। এশিয়ান ফুটবল নিয়ে ভালো ধারণা রয়েছে। বহু ক্লাবে যেমন খেলেছেন, তেমনই গোলও করেছেন প্রচুর। এশিয়ায় খেললেও এর আগে তিনি ভারতে খেলেননি।

Advertisements

জল্পনা যাই হোক না কেন, এই জল্পনার ভিত দুর্বল বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর। তাতে লুভানো হয়তো এটিকে মোহন বাগান ক্লাবে আসছেন না। দলে স্পেনের কোনো খেলোয়াড় যোগ দিলেও দিতে পারে। নতুন মরসুমে এটিকে মোহন বাগানের নতুন গোলমেশিন কে হবেন, সেটা হয়তো চলতি মাসেই জানা যাবে।