Kali politics: ভক্তি দেখাতে রাজনীতিতে ‘শক্তি’-র উপাসনা

সদ্য রাজনীতির চর্চিত বিষয়ে সংযুক্তি হয়েছে মা কালীর (Kali) প্রসঙ্গ। বঙ্গীয় সংস্কৃতির আধুনিকিকরণের পাশাপাশি মা কালীর রাজনীতি প্রবেশ নিয়ে তুমুল ঝড় বইছে। নিজেদের সর্ববৃহৎ উপাসক…

Kali,chapter,politics

সদ্য রাজনীতির চর্চিত বিষয়ে সংযুক্তি হয়েছে মা কালীর (Kali) প্রসঙ্গ। বঙ্গীয় সংস্কৃতির আধুনিকিকরণের পাশাপাশি মা কালীর রাজনীতি প্রবেশ নিয়ে তুমুল ঝড় বইছে। নিজেদের সর্ববৃহৎ উপাসক প্রমাণ করার ছুঁতোটুকু খুঁজে বেড়াচ্ছে কেউ কেউ। কখনও মন্ত্র পড়ে আবার কখনও তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে৷ সাধারণ ঘটনাবলীও এখন অসাধারণ মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে জুড়ে যাচ্ছে রাজনৈতিক ব্যাখাও৷

মঙ্গলবার এমনই বেশ কয়েকটি ঘটনাবলী জুড়ে গেল রাজনীতির পটচিত্রে। কেউ ষষ্ঠাঙ্গে মা কালীকে প্রণাম জানালেন। আবার পায়ে অর্পণ করলেন ফুল৷ আবার কেউ উপহার দিলেন শক্তির ছবি। আবার কেউ শক্তি ছবি নিয়ে করলেন ‘বাক স্বাধীনতা’-র লড়াই।

শুরুটা হল রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে দেওয়া বিজেপির উপহার থেকে। এরপর বেলা গড়াতেই ময়নাগুড়ির এক মন্দিরে প্রণাম সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পরে হাওড়ার এক মন্দিরে কালীর আরাধনায় দেখা গেল স্মৃতি ইরানিকে। আবার বিকেল গড়াতেই মা কালীর ছবি এবং শতাধিক সাধুকে নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু। দিনের শেষে একের পর এক ঘটনা মেলাতে বসে রাজনৈতিক মেলবন্ধন খুৃঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শোনা যায়, নবদ্বীপের এক তান্ত্রিক কৃষ্ণানন্দের হাত ধরে বাংলায় কালী মূর্তি পূজা শুরু। তার আগে অবশ্য উপাসকরা তাম্রপটে খোদাই করে অথবা ছবি এঁকে করতেন উপাসনা। সেই পুরাকালের ইতিহাস মানুষের অগোচরে রাজনীতিতে প্রবেশ করেছে।

শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতজুড়ে রাজনৈতিক যাত্রা শুরুর আগে এবং রাজনৈতিক কর্মসূচিতেও ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন নেতারা৷ কিন্তু যেভাবে কালী নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তাতে একপক্ষ অপর পক্ষের তুলনায় কতবড় উপাসক তা প্রমাণ করার বারবার চেষ্টা করছে। সাধারণ এই ঘটনার সঙ্গে জুড়ে যাচ্ছে রাজনীতির অঙ্ক। তা নিয়ে শুরু হিয়েছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি৷