ATK Mohun Bagan : এএফসি কাপ অভিযানের আগে বড় ঘোষণা করল বাগান

এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্বের অভিযান শুরু করবে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ১৮ মে থেকে ম্যাচ। তার আগে বৃহস্পতিবার দুপুরের বড় ঘোষণা করল ক্লাব। সোশ্যাল মিডিয়া পোস্টার মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।

শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। অনলাইনে আসন বুক করার লিঙ্ক সামাজিক মাধ্যমে পোস্ট করেছে এটিকে মোহন বাগান।

   

এটিকে মোহন বাগান এর এএফসি কাপের গ্রুপ পর্বের অভিযান শুরু হচ্ছে ১৮ মে থেকে। চলবে ২৪ মে পর্যন্ত।

গ্রুপ ডি তে রয়েছে এটিকে মোহন বাগান। বিভাগে সবুজ মেরুন ব্রিগেডের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা, বসুন্ধরা কিংস, মেজিয়া। গ্রুপের প্রথম ম্যাচ গোকুলামের বিরুদ্ধে।

ইতিমধ্যে শুরু হয়েছে গিয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। সবথেকে কম দামের টিকিটের দাম ১০০ টাকা। আরও বেশি দামের আসনও রয়েছে। ৩০০, ৪৯৯ এবং ২ হাজার টাকার মূল্যের টিকিট কাটা যাবে বুক মাই শো থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন