CPIM: বিমানকে অবমাননার মন্তব্য করে আইনি গেরোয় শতরূপ

কটাক্ষ করতে তাঁর সুনাম আছে। সিপিআইএমের তরুণ তুর্কি নেতা চাঁচাছোলা ভাষায় বিজেপি, তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করেন। মমতা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কেউই বাদ যান…

shatarup ghosh

কটাক্ষ করতে তাঁর সুনাম আছে। সিপিআইএমের তরুণ তুর্কি নেতা চাঁচাছোলা ভাষায় বিজেপি, তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করেন। মমতা, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কেউই বাদ যান না শতরূপের বাক্য বাণ থেকে। তা বলে বিমান! বিমান কে কটাক্ষ করে বিপাকে পড়ে গেলেন যুব সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। সিপিআইএমের বিমান বসু নন, তৃণমূল কংগ্রেসের বিমান বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছিলেন শতরূপ।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। এই অভিযোগে এবার স্বাধিকারভঙ্গের নোটিশ পাঠানো হলো। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন স্বাধিকাররক্ষা কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

   

অভিযোগ, গত বছর এক বেসরকারী টিভি চ্যানেলের টক শোতে অংশগ্রহণ করেছিলেন শতরূপ ঘোষ। সেখানে স্পিকারের বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর বক্তব্য পেশ করেন তিনি। সেকারণেই বিধানসভায় অভিযোগ করেন শাসক দলের মুখ্যসচেতক তাপস রায়। সংখ্যাধিক্যের ভোটে শতরূপ ঘোষের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব আনা হয়েছে বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধেও।

ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবে নির্ধারিত হয়েছে, আগামী ২৪ মের মধ্যে রিপোর্ট জমা দিতে শতরূপ ঘোষকে। যদিও রাজ্য রাজনীতিতে সিপিআইএম নেতার বিস্ফোরক মন্তব্য নতুন কিছু নয়। সেকারণেই তাঁর জনপ্রিয়তা বলে মনে করে রাজনৈতিক মহল। কিন্তু স্পিকারের বিরুদ্ধে সরব হতেই তাঁর কাছ থেকে জবাব চাইল বিধানসভার স্বাধিকাররক্ষা কমিটি।