চলতি মরশুমে দারুন ছন্দে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত মাসেই আইএসএল জিতেছে প্রীতমরা। তার আমেজ এখনো থেকে গিয়েছে সমর্থকদের মধ্যে। তার মাঝেই এবার সুপার কাপ (Super Cup) জেতার লড়াই শুরু করেছে সবুজ-মেরুন।
গত ১০ এপ্রিল গোকুলাম কেরালার সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছিল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যেখানে ৫-১ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নেয় এটিকে মোহনবাগান। পাশাপাশি এবারের আইএসএলে ফর্মে না থাকলে ও সুপার কাপের প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়ে জ্বলে উঠেছিলেন গোয়ান ফুটবলার লিস্টন কোলাসো। তার করা দুটো গোলেই ম্যাচের চালকের আসনে চলে আসে মোহনবাগান। তারপর ব্যবধান বাড়িয়ে ম্যাচ জেতান হুগো বুমো থেকে শুরু করে মনবীর, কিয়ানরা।
আজ সেমিফাইনালে ওঠার লড়াই। নিয়ম অনুযায়ী আজকের পরে আরো একটা ম্যাচ বাকি থাকলেও পরিসংখ্যান বলছে, আজ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে মনবীর-প্রীতমরা। তাই আজ সবরকম চেষ্টা করে ম্যাচ পকেট পুড়তে মরিয়া বাগান কোচ হুয়ান ফেরেন্দো। অন্যদিকে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় বুথরয়েডের জামশেদপুর। গত ম্যাচে এফসি গোয়ার মতো দলকে বিরাট ব্যবধানে পরাজিত করে জামশেদপুর। আজ তারাও চাইবে ম্যাচ জিতে সেমিফাইনালের পথ সুনিশ্চিত করতে। তবে শেষ পর্যন্ত কাদের মুখে হাসিফোঁটে এখন সেটাই দেখার।
আজ সবুজ-মেরুনের একাদশে রয়েছেন- গোলরক্ষক বিশাল কাইথ, ম্যাকহিউ, স্লাভকো, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোস, লিস্টন কোলাসো, গ্লেন মার্টিনস, আশিষ সহ রয়েছেন অধিনায়ক প্রীতম কোটাল। যতদূর জানা গিয়েছে প্রয়োজন অনুসারে মাঠে নামবেন আশিক কুরুনিয়ান।