Rahul-Athia: ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাহুল আথিয়া!

বলিউডের সাথে ক্রিকেট জগতের গাঁটছড়া অনেক দিনের। বহু বলিউড তারকা এবং ক্রিকেটাররা একে অপরের প্রেমে পড়েছে। বিয়ের পরিণতিতেও পৌঁছেছেন অনেকেই। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন…

Rahul-Athia: ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাহুল আথিয়া!

বলিউডের সাথে ক্রিকেট জগতের গাঁটছড়া অনেক দিনের। বহু বলিউড তারকা এবং ক্রিকেটাররা একে অপরের প্রেমে পড়েছে। বিয়ের পরিণতিতেও পৌঁছেছেন অনেকেই। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। এবার সেই দলে নাম লেখাতে চলেছে সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি (Athia Shetty) এবং কে এল রাহুল (K L Rahul)।

তাদের প্রেম নিয়ে চর্চা বহুদিনের। দুজনেরই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নিয়ে ছবি দিতে দেখতে পাওয়া যায়।তবে যতবার তাদের বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে তত বার এড়িয়ে গেছে দুজনে।

   

সুনীল শেট্টি নিজেএকবার বলেন যে রাহুলের নাকি এখন টাইট শিডিউল, আর তাই তিনি বিয়ের জন্য সময় বার করতে পারছেন না! তবে এবার কান পাতলেই শোনা যাচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। সূত্রের খবর কোনরকম ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে না তাদের।

Advertisements

মুম্বাইতে সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহানে’হবে এই বিয়ে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গেছে বিয়ের কেনাকাটা। সম্ভবত এই বছরের শেষে ডিসেম্বর মাসে অথবা আগামী বছরের শুরুতে জানুয়ারিতেই তারা একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।