প্রতিপক্ষের একাধিক ফুটবলারকে ড্রিবল করে গোল করছেন এক Asian মিডফিল্ডার

Reo Hatate

ইউরোপিয়ান ফুটবলে ক্রমে নিজেদের উপস্থিতির কথা জানান দিচ্ছেন এশিয়ার একের পর ফুটবলার। বছরখানেক আগেও ইউরোপে খেলা দু-একজন এশিয়ান ফুটবলারের নাম শোনা যেত। এখন সংখ্যাটা অনেকটা বেড়েছে। বিভিন্ন ইউরোপিয়ান লীগে খেলছেন এশিয়া মহাদেশের ফুটবলাররা। এই প্রতিবেদনে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি খেলেন স্কটিশ প্রিমিয়ার লীগের ক্লাব সেলটিকে। অনেকেই হয়তো বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি রেও হাতাতে।

Advertisements

২৫ বছর বয়সী হাতাতের পায়ের জাদুতে মুগ্ধ হতেই হয়। সম্প্রতি তার করা একটি গোলের ভিডিও ফুটবল প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিপক্ষের এক ফুটবলারকে নাটমেগ করে দৌড় শুরু করেছেন জাপানের জাতীয় দলে খেলা এই ফুটবলার। তার দৌড় আর কেউ থামাতে পারেননি। ডিফেন্ডাররা আটকানোর চেষ্টা করলেও বিফলে যায় প্রয়াস। বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোলকিপারকে পরাস্ত করেন রেও হাতাতে।

Advertisements

এই গোলটি হয়েছিল সম্ভবত সেলটিক বনাম কলমারনক ম্যাচে। ৩-১ গোলে জিতেছিল সেলটিক। রেওর এই গোলটি অনেকে পল পোগবার করা একটি গোলের সঙ্গে তুলনা করছেন ফুটবল প্রেমীদের কেউ কেউ।

২০২২ থেকে স্কটল্যান্ড এর নামকরা এই ক্লাবের হয়ে খেলছেন জাপানের মিডফিল্ডার। পঞ্চাশের ওপর ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। করেছেন প্রায় বারো গোল। ক্লাবের হয়ে গত মরসুমে জিতেছিলেন তিনটি খেতাব। সেলটিকের স্কটিশ প্রিমিয়ারশিপ, স্কটিশ লীগ কাপ ও স্কটিশ কাপ জেতার পিছনে অন্যতম কারিগর এই রেও হাতাতে।