Aibanbha Dohling: উত্তেজনাপূর্ণ মুম্বই ম্যাচে চোট পেয়েছেন আরও একজন

সমস্যার মধ্যে থেকেও দল গড়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। স্কোয়াডের নামকরা ফুটবলারদের রিলিজ করে ধীরে ধীরে নিজেদের নতুন করে গুছিয়ে নিয়েছিল ক্লাব। যতটা ভাবা হয়েছিল…

Aiban Dohling

সমস্যার মধ্যে থেকেও দল গড়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। স্কোয়াডের নামকরা ফুটবলারদের রিলিজ করে ধীরে ধীরে নিজেদের নতুন করে গুছিয়ে নিয়েছিল ক্লাব। যতটা ভাবা হয়েছিল তার থেকে ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ অনেকটাই ভালোভাবে করতে পেরেছে কেরালা ব্লাস্টার্স। দলে একাধিক চোট সমস্যার কথা শোনা যাচ্ছে।

চোট পাওয়ার তালিকায় সম্প্রতিতম সংযোজন আইবান দহলিং (Aibanbha Dohling)। সোমবার সন্ধ্যা থেকে ফুটবল প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল দহলিংয়ের চোট পাওয়ায় খবর। উত্তেজনাপূর্ণ মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে তিনি চোট পেয়েছেন বলে ফুটবল মহলে গুঞ্জন। এদিনে ব্লাস্টার্স এর জিকসন সিংয়েরও চোট সমস্যা রয়েছে বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে কেরালা ব্লাস্টার্স এর বিদেশি স্কোয়াডেও চোট সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই ভারতীয় ফুটবলারের চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আশঙ্কা রয়েছে।

   

আইবান দহলিং কিংবা জিকসন সিংকে কিছুকাল মাঠের বাইরে থাকতে হতে পারে বলে অনেকের অনুমান। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লীগে বিরতি চলছে। আগামী ২১ অক্টোবর থেকে আবার শুরু হবে টুর্নামেন্ট। ওই দিনই রয়েছে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাঝে থাকা এই ক’দিনের মধ্যে নিজেদের নতুন করে গুছিয়ে নিতে চাইবে তারা।

তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে ব্লাস্টার্স, একটি ম্যাচে পরাজয়। ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার চতুর্থ স্থানে রয়েছে দল।