২০২১-২২ মরশুমের প্রিমিয়ার লিগের (EPL) সোনার বুট জিতলো লিভারপুলের মহম্মদ সালাহ এবং টটেনহ্যাম হটস্পারের সন হিউং – মিন।৩৫ লিগের ম্যাচে ২৩ টা গোল এবং ১৪ টা অ্যাসিস্ট করেছেন সালাহ,এটা তার তিন নম্বর প্রিমিয়ার লিগের সোনার বুট জয়, ২০১৭-১৮ মরশুমে প্রথম বার এই শিরোপা পেয়েছিলেন তিনি।
সমসংখ্যক গোল করে সালাহ’র সাথে এই পুরস্কার ভাগ করে নিলেন টটেনহ্যামের সন,রোববার লিগের অন্তিম ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি নরউইচ সিটির বিরুদ্ধে।সাউথ কোরিয়ার সন হিউং – মিন প্রথম এশিয় ফুটবলার যিনি প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের শিরোপা পেলেন।
রোববার নরউইচ সিটির বিরুদ্ধে ম্যাচে ৫-০ গোলে জয়লাভ করেছিল টটেনহ্যাম,ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করেছিলেন সন,২৩ গোল করে মহম্মদ সালাহ’র সাথে তার গোল সংখ্যা’র পরিমাণ এক’ই হয়ে দাড়ালো সালাহ’র সাথে।
এই জয়ের ফলে ৭১ পয়েন্ট নিয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়ান্স লিগে খেলার ছাড়পত্র পেয়ে টটেনহ্যাম লিগের চতুর্থ নম্বর স্থানে শেষ করে।প্রসঙ্গত, লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলা’কে ৩-২ গোলে হারিয়ে ফের আরও একবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান হলো ম্যানচেস্টার সিটি,শেষ ৫ মরশুমে এটাই তাদের চতুর্থ বারের মতো লিগ জয়।