ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখাচ্ছেন আরও এক এশিয়ান ফুটবলার

ইউরোপের মাটিতে এশিয়ার আরও এক ফুটবলার (Asian footballer) নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছেন। টটেনহ্যাম হটস্পারের সন হিউন মিনের পর এশিয়ার আরও এক ফুটবলার ইউরোপিয়ান ফুটবল…

hwang hee-chan

ইউরোপের মাটিতে এশিয়ার আরও এক ফুটবলার (Asian footballer) নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছেন। টটেনহ্যাম হটস্পারের সন হিউন মিনের পর এশিয়ার আরও এক ফুটবলার ইউরোপিয়ান ফুটবল আঙিনায় দাপট দেখাতে শুরু করেছেন চলতি মরসুমে।

ইংলিশ প্রিমিয়ার লীগের সম্প্রতিতম ম্যাচে উলভসের বিরুদ্ধে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। এরলিং হালান্ড, ফিল ফদেন, ডকু সমৃদ্ধ আক্রমণ ভাগের বিরুদ্ধে জয় পাওয়া মুখের কথা নয়। টেবিল টপারদের হারিয়ে অঘটন ঘটিয়েছে উলভস। সিটি-জয়ের অন্যতম কারিগর এশিয়ার এক ফুটবলার, যার গোলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে।

সালজবর্গ থেকে ফুটবল মহাকাশে একাধিক নিক্ষত্রের উত্থান হয়েছে। বেনফিকা, অ্যায়ক্স, স্পোর্টিং লিসবনের মতো ক্লাবের পাশাপাশি তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বারবার নিজেদের প্রমাণ করেছে সালজবর্গ। দক্ষিণ কোরিয়ার Hwang Hee-chan এই সালজবর্গ-এর প্রাক্তন ফুটবলার। এই ক্লাব থেকে তিনি শুরু করেছিলেন নিজের পেশাদার ফুটবল কেরিয়ার। প্রায় ৯০ টি ম্যাচ খেলেছেন সেখানে।

পরে লাইপজিগ হয়ে এখন রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব উলভারহ্যাম্পটনে। গত মরসুমে উলভোসের জার্সিতে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি হং হি চ্যান। চলতি মরসুমের শুরু থেকে নিজের জাত চেনাতে শুরু করেছেন। চার গোল করে ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটি কোচ তাঁকে ‘দ্যা কোরিয়ান বয়’ বলে অভিহিত করেছেন।