ইউরোপে গিয়ে রোজ কান্নার কথা শোনালেন এশিয়ান ফুটবলার

ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ক্রমে পাল্লা দিতে শুরু করেছে এশিয়ান ফুটবল। ইউরোপের সেরা কয়েকটি ফুটবল টুর্নামেন্টে সুনামের সঙ্গে খেলছেন একাধিক এশিয়ান ফুটবলার। দীর্ঘ দিন ইউরোপের মাটিতে…

Son Heung Min

ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ক্রমে পাল্লা দিতে শুরু করেছে এশিয়ান ফুটবল। ইউরোপের সেরা কয়েকটি ফুটবল টুর্নামেন্টে সুনামের সঙ্গে খেলছেন একাধিক এশিয়ান ফুটবলার। দীর্ঘ দিন ইউরোপের মাটিতে খেলা এশিয়ান খেলোয়াড়দের মধ্যে অন্যতম সন হিউং মিন (Son Heung-min)। যিনি এখন টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি প্রায় ফুটবলার হয়ে উঠেছেন।

টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলে নিজের নাম চিনিয়েছেন সন হিউং মিন। তবে দক্ষিণ কোরিয়া থেকে ইংল্যান্ড আসার পথ খুব সহজ ছিল না। ইউরোপের পা রাখার শুরুর দিনগুলোর কথা ভাবলে এখনও ভাবুক হয়ে পড়েন তিনি। ৩১ বছর বয়সের সনের চোখের সামনে ভেসে ওঠে ১৫ বছরের শৈশবের কথা।

   

এক সাক্ষাৎকারে সন হিউং মিন বলেছেন, “যখন সাউথ কোরিয়া ছেড়েছিলাম তখন আমার বয়স ১৫। বাবা-মায়ের আশ্রয় ছেড়ে গিয়ে পৌঁছলাম জার্মানিতে। সব কিছুই নতুন। অন্য ভাষা, কারও কথা কিছু বুঝতে পারতাম না… প্রায় প্রতিদিন চোখের জল ফেলতাম। বাড়ির জন্য খুব মন খারাপ করতো। কান্নাকাটি করতাম কিন্তু কখনও হাল ছেড়ে দিইনি, কারণ লক্ষ্য পূরণ করার জেদ আমার মধ্যে বজায় ছিল।”

এতো বছর পরেও সনের নাছোড় মনোভাব এখনও একইরকম রয়েছে। মাঠে তার পারফরম্যান্স দেখলেই সেটা মালুম হয়। ২০১০ সালে জার্মানির ফুটবল ক্লাব হামবুর্গের দ্বিতীয় দলে যুক্ত হয়েছিলেন। পরে উঠে আসেন সিনিয়র দলে। এরপর ২০১৩ সালে স্টুটগার্দে। ২০১৫ থেকে খেলছেন টটেনহ্যাম হটস্পারের হয়ে। প্রায় তিনশোর কাছাকাছি ম্যাচ এবং শতাধিক গোল করেছেন ইংল্যান্ডের এই ক্লাবের হয়ে। ব্যক্তিগত ভাবে জিতেছেন বহু খেতাব।