Asia Cup 2023: বাংলাদেশকে হারানোর দিনে লজ্জায় পাকিস্তানের মুখ লাল

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ ২০২৩ এর (Asia Cup 2023) সুপার ফোরের প্রথম ম্যাচ। বুধবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ।

pak vs ban

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ ২০২৩ এর (Asia Cup 2023) সুপার ফোরের প্রথম ম্যাচ। বুধবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও বাংলাদেশ। একপেশে ম্যাচে পাকিস্তান জিতলেও মুখ পুড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে দিয়েছিলেন আম্পায়াররা। ম্যাচে ততক্ষণে রান তাড়া করা শুরু করে দিয়েছিল পাকিস্তান।

লাহোরে প্রথমে ব্যাট করে দুশো রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি বাংলাদেশ। ফলে চালকের আসনে চলে গিয়েছিল পাকিস্তান। পেস ত্রয়ী এদিনের ম্যাচেও ছিলেন আলোচনায়। বাংলাদেশের হয়ে লিটন দাস মাঠে ফিরলেও তিনি বিশেষ কিছু করতে পারেননি। উইকেটে বল পড়ে ভালো মুভ করেছে। ফলে সুবিধা পেয়ে গিয়েছিল পাকিস্তানের বোলাররা। সবই ঠিক ছিল, আলো নিভে যাওয়ার ঘটনায় মুখ পুড়েছে পাকিস্তানের।

দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করার সময় পঞ্চম ওভারের শেষে ফ্লাডলাইটে ত্রুটি দেখা দেয়। যার ফলে ম্যাচটি প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। পাকিস্তানের ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক বাংলাদেশের তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের জুটির বিপক্ষে প্রথম ৩০ বলে ১৫ রান করে দলকে ধীর লয়ে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর খেলা চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত আলো না থাকায় খেলোয়াড়দের মাঠ ছাড়তে নির্দেশ দেন আম্পায়ার।

খেলা ফের শুরু হওয়ার আগে প্রায় ১৮-২০ মিনিটের জন্য বন্ধ ছিল ম্যাচ। ত্রুটির সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এই ঘটনাটি এশিয়া কাপের অন্যতম আয়োজক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে অস্বস্তিতে ফেলেছে সেটা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রেক্ষিতে লাগাতার ট্রোল হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

https://twitter.com/Ruby_yadav01/status/1699435668705849780?t=UG_sACQtnuzxIRzPgK-5TA&s=19