এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup 2023) সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রিজার্ভ ডে-তে গড়িয়েছে। রবিবার যতটা খেলা হয়েছিল, তারপর থেকে বাকি ম্যাচ শুরু হবে আজ। রবিবার ভারতীয় ইনিংসের ২৪.১ ওভারের পরে ভারী বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। আর প্রেমাদাসা স্টেডিয়ামে জল জমে থাকার কারণে ম্যাচ পুনরায় শুরু করা যায়নি। কলম্বোর ভেজা আবহাওয়া একদিনের ক্রিকেট ইতিহাসে অবদান রেখেছে। কারণ সোমবার নির্ধারিত রিজার্ভ ডেতে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো কোনো ম্যাচ খেলবে।
২০১৯ বিশ্বকাপের রিজার্ভ ডে-তে ভারত সর্বশেষ ওয়ানডে খেলেছিল। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ভারত। অন্যদিকে ১৯৯২ সালের আগস্টে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে রিজার্ভ ডেতে সর্বশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান।
রবিবার খেলাটি ভালভাবেই এগিয়ে যাচ্ছিল। ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রানের আশাব্যঞ্জক অবস্থানে ছিল। এরপরেই আকাশের অন্য রূপ, খেলোয়াড়রা মাঠ ছাড়তে বাধ্য হন। ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল দ্রুত গতিতে হাফ সেঞ্চুরি করে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন।
গত সপ্তাহে পাল্লেকেলেতে ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে কার্যত লড়াই দিতে ব্যর্থ হয়েছিলেন রোহিত ও গিল। আউট হওয়ার পর বিরাট কোহলি ও লোকেশ রাহুল যথাক্রমে ৮ ও ১৭ রানে ব্যাট করে ক্রিজে ছেড়েছিলেন সেদিনের ম্যাচে। পাকিস্তানের পেস অ্যাটাকের বিরুদ্ধে রবিবার আরও প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। রিজার্ভ ডে থাকার ফলে পুরো ম্যাচ উপভোগ করার আরও একটি সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। আশা করা হচ্ছে এদিন আর বাধ সাধবেন না বরুণ দেব।