Asia Cup: শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ জয়ের আশা কার্যত শেষ বাংলাদেশের

এশিয়া কাপের (Asia Cup) মরণ বাঁচন ম্যাচে নেমেছিল বাংলাদেশ। হারলেই বিদায় কার্যত নিশ্চিত। অন্য দিকে নিজেদের ঘরের মাঠে আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ভালো ফর্ম প্রদর্শন করেছে তারা। এ

Sri Lanka vs Bangladesh match

এশিয়া কাপের (Asia Cup) মরণ বাঁচন ম্যাচে নেমেছিল বাংলাদেশ। হারলেই বিদায় কার্যত নিশ্চিত। অন্য দিকে নিজেদের ঘরের মাঠে আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ভালো ফর্ম প্রদর্শন করেছে তারা। এদিনের ম্যাচ জয়ের ব্যাপারে স্বভাবতই শ্রীলঙ্কা ছিল ফেভারিট দল। শেষ পর্যন্ত হলও তাই। হেরে গেল বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছিল টাইগার ব্রিগেড। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজয়।

প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান । শু রুতে অভিজ্ঞ করুণারত্নের উইকেট হারালেও তৃতীয় উইকেটে খেলা ধরে নিয়েছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা (৪০ রান)-মেন্ডিস (৫০ রান) জুটিতে দলগত শতরান অতিক্রম করে দ্বীপ রাষ্ট্রের দল। ১০৮ রানে এই জুটি ভাঙার পর দলকে একাই টেনে নিয়ে যেতে শুরু করেন Sadeera Samarawickrama। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন তিনি, ৯৩ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে।

   

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। দুটি উইকেট শরিফুল ইসলামের নামের পাশে। রানের গতিতে বাঁধ দিয়ে শ্রীলঙ্কার ইনিংস ২৫৭ রানে আটকে রেখেছিলেন সাকিবরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়েছে দল। তাতেই হল বিপত্তি। বল মন্দ না করলেও বাংলাদেশের ব্যাটিং এদিনের ম্যাচেও হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। তহ্বীদ হৃদয় ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলেলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না এদিন। শ্রীলঙ্কার করা ২৫৭ রানের জবাবে বাংলাদেশের স্কোর ২৩৬।