Mohun Bagan: ফিট হচ্ছেন আশিক কুরুনিয়ান, শীঘ্রই ফিরবেন মাঠে

Ashique Kuruniyan

গত কিংস কাপে শক্তিশালী ইরাক দলের বিপক্ষে খেলতে গিয়ে হঠাৎ করেই হাঁটুতে চোট এসে গিয়েছিল বাগানের (Mohun Bagan) তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানের (Ashique Kuruniyan)। যারফলে, তাকে মাঠ থেকে তুলে নেন স্টিমাচ। পরবর্তীতে লেবানন ম্যাচ থেকে শুরু করে আর কোথাও খেলতে দেখা যায়নি এই ফুটবলারকে।

জানা গিয়েছিল, লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন এই তারকা। যে কারনে টুর্নামেন্ট শেষ হতেই তাকে ক্লাবের হাতে ফিরিয়ে দেয় ফেডারেশন। পরবর্তীতে তার চোট পরীক্ষা করে জানা যায় যে, চলতি মরশুমের অধিকাংশ সময় তাকে থাকতে হবে মাঠের বাইরে। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে।

   

আসলে, বাগান কোচ হুয়ান ফেরেন্দোর দলের অন্যতম ভরসাযোগ্য সদস্য ছিলেন আশিক। তার চলে যাওয়ায় দলের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসবে তা আন্দাজ করা গিয়েছিল সহজেই। এমনকি ঠিক তেমনটাই হয়েছিল এএফসি কাপ সহ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ম্যাচে। তবে হুগো বুমোস থেকে শুরু করে অনিরুদ্ধ থাপাদের অধিক সক্রিয়তায় কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছে গোটা পরিস্থিতি। তবে এসবের মাঝেই এবার উঠে আসলো নয়া তথ্য। যেটিকে আপামর মোহনবাগানীদের কাছে খুশির খবর ও বলা যেতে পারে।

অতিদ্রুত ফিট হতে শুরু করেছেন বাগানের তরুণ তারকা আশিক কুরুনিয়ান। হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে, গত কয়েকদিন আগেই নিজের স্যোশাল সাইট থেকে ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন আশিক। যেখানে ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দিতে দেখা গিয়েছিল এই তারকাকে। এবার জানা গিয়েছে, আগের থেকে নিজেকে অনেকটাই নাকি রিকোভারি করেছেন বাগানের এই উইঙ্গার। যারফলে, সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকমাস পরেই বাগান জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যেতে পারে এই তারকাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন