পঞ্জাব দলকে যথেষ্ট সমীহ করে চলছেন স্কট কুপার, কী বলছেন তিনি?

নির্ধারিত সূচী অনুযায়ী আজ রাতে ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী জামশেদপুর এফসির মুখোমুখি হবে টুর্নামেন্টের নতুন দল পঞ্জাব এফসি। খাতায় কলমে জামশেদপুর এফসি এগিয়ে থাকলেও এই…

scott cooper Jamshedpur FC

নির্ধারিত সূচী অনুযায়ী আজ রাতে ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী জামশেদপুর এফসির মুখোমুখি হবে টুর্নামেন্টের নতুন দল পঞ্জাব এফসি। খাতায় কলমে জামশেদপুর এফসি এগিয়ে থাকলেও এই নয়া ফুটবল দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তাদের কোচ স্কট কুপার (Jamshedpur FC’s coach Scott Cooper)।

আসলে, এই ফুটবল টুর্নামেন্ট পাঞ্জাব নতুন হলেও শেষ মরশুমে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলের যোগ্যতা অর্জন করতে পেরেছে এই দল। সেজন্য কোনোভাবেই তাদের খাটো করে দেখতে চাইছে না একবারের এই লিগশিল্ড জয়ীরা।

   

সেজন্য, ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে জামশেদপুর দলের কোচকে প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাঞ্জাব এফসি যথেষ্ট শক্তিশালী ফুটবল দল। শেষ ফুটবল মরশুমে সবাইকে পিছনে ফেলে তারা হিরো আইলিগ জয় করেছে। পাশাপাশি তারা যথেষ্ট ভালো একজন কোচকে পেয়েছে। এমনকি আইএসএলের একাধিক অভিজ্ঞ ফুটবলার এবার তাদের দলে রয়েছে। পাশাপাশি তরুণ ফুটবলারদের মিশেল ও যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই খুব একটা সহজে হবে না আজকের এই ফুটবল ম্যাচ।

বলাবাহুল্য, দেশের প্রথম সারির টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করার পর থেকেই এক নতুন রূপে ধরা দিয়েছে পাঞ্জাব। পূর্বে রাউন্ডগ্লাস পাঞ্জাব হিসেবে পরিচিত হলেও আইএসএলে নাম বদল করে রাখা হয় পাঞ্জাব এফসি। সার্বিয়ান তারকা মার্কো সেপোভিচ থেকে শুরু করে মাদিহ তাতাল, অভিষেক সিং ও পরমবীরের মতো একাধিক ভারতীয় তরুণ সুযোগ পেয়েছেন এই দলে। তবে টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো না হলেও এবার ঘুড়ে দাঁড়াতে মরিয়া এই ফুটবল দল।