বেঙ্গালুরু ম্যাচে মাঠে ফিরতে পারেন এই তারকা, জানুন

গত বছরের মতো এবারও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই বদলাতে থাকে গোটা…

Ashique Kuruniyan Set to Return for Mohun Bagan SG Upcoming Match Against Bengaluru FC

গত বছরের মতো এবারও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। ম্যাচ এগোনোর সাথে সাথেই দুরন্ত ফর্মে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। বর্তমানে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে রয়েছে বাগান শিবির। সেই ধারা বজায় রেখেই গতবারের মতো আইএসএলের লিগ শিল্ড জয়ের লক্ষ্য রয়েছে শুভাশিস বসুদের। এখনও পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলে বাকিদের তুলনায় প্রায় অনেক পয়েন্টের তফাৎ থাকলেও এই নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ জোসে মোলিনা‌।

সূচি অনুযায়ী আগামী ২৭ শে জানুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম লেগে কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের ফুটবল দলের বিপক্ষে খেলতে নেমেছিলেন জেসন কামিন্সরা। সেবার সম্পূর্ণ সময়ের শেষে প্রায় তিনটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। এক কথায় যা বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।

Advertisements

বলতে গেলে এবার বদলার লড়াই হতে চলেছে মোহনবাগানের কাছে। অপরদিকে গত দুইটি ম্যাচ অমীমাংসিত ফলাফলে শেষ করার পর এই ম্যাচ থেকেই পুরো পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন মোলিনা। তবে খেলোয়াড়দের চোট সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছিল সকলকে। কিন্তু এবার উঠে আসতে শুরু করল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এখন নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন দলের তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। এমনকি চোট সমস্যা কাটিয়ে বল পায়ে ও অনুশীলন শুরু করেছেন কেরালার এই উইঙ্গার। তবে এখনই হয়তো তাঁকে পুরো ম্যাচ খেলাতে চাইবেন না বাগান কোচ।

এক্ষেত্রে আসন্ন হোম ম্যাচ থেকেই হয়তো বাগানের রিজার্ভ বেঞ্চে দেখা যেতে পারে আশিককে। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন মোহনবাগানের এই আইএসএল জয়ী ফুটবল কোচ।