আশিক কুরুনিয়ানকে (Ashique kuruniyan) দলে নিয়েছে এটিকে মোহন বাগান। সরকারিভাবে জানানো হয়েছে সই সংবাদ। বয়স কম হলেও তিনি ইতিমধ্যে দেশের একজন তারকা ফুটবলার। সেই আশিকও বলছেন, ‘আমাকে লড়াই করতে হবে।’
ইন্ডিয়ান সুপার লিগের ওয়েব সাইটে আশিকের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, “আমাকে ম্যাচ খেলার ও যথাসম্ভব বেশিক্ষণ মাঠে থাকার সুযোগ পেতে সব সময় লড়াই করতে হবে। যে কোনও খেলোয়াড়ের সামনেই সব সময় এ রকম একটা চ্যালেঞ্জ থাকা ভাল।”
খাতায় কলমে আগামী মরসুমেও শক্তপোক্ত দল গঠন করছে এটিকে মোহন বাগান। দল গড়ার কাজ এখনও বাকি রয়েছে। একাধিক ফুটবলারকে ক্লাব যেমন রিলিজ করেছে, তেমনই একাধিক ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিতও করা হয়েছে।
সাক্ষাৎকারে আশিক বলেছেন, “শুধু খুশি নই, আমি গর্বিতও যে এটিকে মোহনবাগানের মতো একটা ক্লাবে যোগ দিচ্ছি, যারা শুধু ট্রফি জেতার জন্যই সব টুর্নামেন্টে নামে… নিজেদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকলে খেলোয়াড়দেরও পারফরম্যান্সে উন্নতি হয়। দলের পক্ষেও এটা খুবই ভাল।”
এটিকে মোহন বাগান ছাড়াও কলকাতা এবং যুবভারতী প্রসঙ্গ উঠে এসেছিল। এএফসির ম্যাচে সল্টলেকের স্টেডিয়ামে খেলে গিয়েছেন কুরুনিয়ান। “স্টেডিয়ামের গ্যালারিতে ভর্তি আমাদের সমর্থক, যারা সমানে আমাদের জন্য চিৎকার করে যাচ্ছিলেন, গলা ফাটাচ্ছিলেন। ওঁদের চিৎকারে আমাদের শক্তি আরও বেড়ে যায়”, অভিজ্ঞতা তরুণ ভারতীয় তারকার।