Nandita Roy: গুরুতর আহত নন্দিতা রায়, ভেঙেছে কব্জি চিড় ধরেছে মেরুদণ্ডেও

গুরুতর আহত নন্দিতা রায় (Nandita Roy)। দিন কয়েক আগে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তাতেই মেরুদণ্ডে চিড় ধরেছে। ভেঙেছে ডান হাতের কব্জিও। চিকিৎসকের পরামর্শে কব্জির…

Filmmaker Nandita Roy

গুরুতর আহত নন্দিতা রায় (Nandita Roy)। দিন কয়েক আগে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলেন। তাতেই মেরুদণ্ডে চিড় ধরেছে। ভেঙেছে ডান হাতের কব্জিও। চিকিৎসকের পরামর্শে কব্জির হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হয়েছে। তার দিয়ে হাড় জুড়ে প্লাস্টার করা হয়েছে। এক দিন থাকতে হয়েছিল হাসপাতালে। পরের দিনই ফিরে আসেন বাড়িতে। কোমরেও ভালই ব্যথা। তবে ওষুধ এবং নিয়মিত ফিজিওথেরাপির সৌজন্যে ততটাও কষ্ট পাচ্ছেন না পরিচালক। যদিও চিকিৎসকের মতে, ব্যথাটা হয়তো আজীবন থেকে যাবে।

দুর্ঘটনার জেরে আপাতত লম্বা ছুটিতে পরিচালক। লেখালেখি, আগামী ছবির কাজের খসড়া তৈরি, সব বন্ধ। পরিচালকের কথায় মনখারাপের সুর, ‘‘ভেবেছিলাম শিবুদের সঙ্গে আরও এক বার সবরমতী আশ্রম ঘুরে দেখব। তা আর হল না।’’ তার পরেই হাল্কা রসিকতা, ‘বেলাশুরু’র সাফল্যে নির্ঘাৎ কারও নজর লেগেছে। তাই বোধহয় আচমকা বিপত্তি!

২৪ জুলাই হাতের প্লাস্টার কাটা হবে। টানা দু’সপ্তাহ চলবে ফিজিওথেরাপি। নন্দিতার আশা, তত দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। আপাতত সব কিছুই বাঁ হাতে সারছেন।