London Derby: চেলসিকে ৫ গোলে হারাল আর্সেনাল

Arsenal routs Chelsea 5-0 to cement Premier League lead

গোল গন্যায় ভেসে গেল চেলসি। লন্ডন ডার্বিতে (London Derby) চেলসিকে শেষ কবে এতো বড় ব্যবধানে হারতে হয়েছে বলা মুশকিল। আর্সেনালের সামনে অসহায় আত্মসমর্পণ। পরের দিকে খেলা প্রায় ছেড়েই দিয়েছিল চেলসি। শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিলেন ছিলেন দিসাসি, কুকুরাল্লা-রা।

Advertisements

পরিসংখ্যান বলছে, বিগত ৩৮ বছরের মধ্যে ‘লন্ডন ডার্বি’তে চেলসি কখনো এত বড় ব্যবধানে পরাজিত হয়নি। আর ম্যাচের পর চেলসি অধিনায়ক কনর গ্যালাহার বললেন, ‘ক্লাবের সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি। এমন বিব্রতকর ফলাফল তোমাদের প্রাপ্য নয়।’

বলা-বলি এখন চলবে। ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে চেলসি সমর্থকরা। রোমান আব্রামোভিচের সঙ্গে স্টাম্ফোর্ড ব্রিজ থেকে বিদায় নিয়েছে সুখের সময়। আর্সেনালের বিরুদ্ধে ০-৫ গোলে হারের পর মৌরিসিও পচেত্তিনোর ওপর সমর্থকদের আর ভরসা না থাকা অস্বাভাবিক কিছু নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয়, দু’টি ড্র, একটি পরাজয়। লিগ ক্রম তালিকার নয় নম্বরে নেমে গিয়েছে চেলসি।

Advertisements

চেলসিকে হারিয়ে গানাররা বজায় রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতা জয় করার স্বপ্ন। ৩৪ ম্যাচের পর তারাই এখন পয়েন্ট (৭৭) টেবলির এক নম্বরে। আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল (৭৪ পয়েন্ট)। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে।

আর্সেনালের হয়ে দু’টি করে গোল করেছেন ওয়েন হোয়াইট ও কাই হাভার্ট এবং একটি গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। প্রথমার্ধে মাত্র একটি গোল করার পর দ্বিতীয়ার্ধে চার গোল যোগ করে আর্সেনাল।