Heat Rash: হিট র‍্যাশে বা চুলকানির সমস্যার সমাধানে কাছে রাখুন পাঁচ হোমিওপ্যাথি মেডিসিন

এই গরমে বাইরে বেরোলই গা চুলকাচ্ছে (Heat Rash)। গায়ে লাল লাল এলার্জিতে মতো বেরিয়ে যাচ্ছে! অথচ আপনি ভাবছেন আপনি এমন কিছু তো খাননি যাতে এল্যারজি…

Five Homeopathy Medicines to Keep Close to Treat Heat Rash or Itching

এই গরমে বাইরে বেরোলই গা চুলকাচ্ছে (Heat Rash)। গায়ে লাল লাল এলার্জিতে মতো বেরিয়ে যাচ্ছে! অথচ আপনি ভাবছেন আপনি এমন কিছু তো খাননি যাতে এল্যারজি হতে পারে। আসলে এই গরমে হিট র‍্যাশ (Heat Rash)হওয়া স্বাভাবিক। গায়ে প্রবল চুলকানিও হতে পারে। সবটাই হতে পারে খুবই হঠাৎ। ধরুন আপনি কোনও প্রয়োজনে বাইরে বেরিয়েছেন। ফিরে দেখলেন প্রচণ্ড গা-হাত পা চুলকাচ্ছে। গায়ে লাল লাল চাকা বেরিয়ে গিয়েছে। এইসময় একটুও ভয় পাওয়ার কিছু নেই। বিশিষ্ট হোমিওপ্যাথি প্র্যাকটিশিওর সুনীতা চৌধুরী দিলেন বিশেষ টিপস। তিনি জানালেন এমন পাঁচ মেডিসিনের কথা যা আপনার কাছে রাখলে এই গরমে আপনি থাকবেন কুলকুল।

১) নেট্রাম মুর (Natrum Muriaticum)-হঠাৎ করে যদি দেখেন গায়ে লাল লাল এলার্জিতে মতন বেরিয়ে গিয়েছে তাহলে নেট্রাম মুর ভাল কাজ করতে পারে। তবে রয়েছে কতগুলো শর্ত। যদি আপনি ফ্যানের হাওয়ায় আরাম পান এবং আপনার নোনতা খেতে ভাল লাগে তাহলে এই ওষুধ আপনার জন্য কার্যকারী। শুধু তাই নয়,স্নান করলে আরাম পান তাহলেও এই ওষুধ কাজ করবে। বিশেষত হাতের ভাঁজে পায়ের ভাঁজে ওপর লাল লাল এলার্জি বেরোলে এই ওষুধ কাজে আসবে।

২) আর্সেনিক এলবাম(Arsenic Album) – যদি এই গরমে আপনার শরীরে লাল দানা দানা বেরিয়ে যায় এবং সেখানে আপনার গরম সেঁক বা গরম জলে দিতে ইচ্ছে হয় তাহলে আর্সেনিক এলবাম কার্যকারী হবে।

৩) এপিস মেলিফিকা(Apis Mellifica)- হঠাৎ গরম থেকে ফেরার পরে বড় বড় লাল চাকা এলার্জিতে দেখা যায় এবং চুলকানি খুব বেশী হয় এবং দেহে যদি ঠাণ্ডা জল দিলে বা স্নান করলে ভাল লাগে তাহলে এপিস মেলিফিকা খুব ভাল কাজ করবে।

৪) রাক্সটক্স (Rhus toxicodendron)- গরমে র‍্যাশের ওপর যদি আপান্র গরম সেঁক দিলে আরাম পাবেন মনে করনে তাহলে রাক্স টক্স বিশেষ কার্যকারী। প্রধানত এই ওষুধের ক্ষেত্রে ছোট ছোট দানার মতো লাল লাল র‍্যাশ বেরোয় তাহলে এই ওষুধ কাজে আসবে।

৫) ক্যালকেরিয়া কারব( Calcarea Carbonica)-স্থূল লোকেদের ক্ষেত্রে এই ওষুধ তাড়াতাড়ি কাজ করবে।

(বিশেষ দ্রষ্টব্য- উপরোক্ত বক্তব্য ডাক্তার ম্যাডামের নিজস্ব। তাঁর দৃষ্টিভঙ্গির সত্যতা kolkata24x7 যাচাই করে দেখেনি। ডাক্তারি বিষয়ে কোনও প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই লেখাটি ব্যক্তিগত মতামতের ভিত্তি করে লেখা হয়েছে ডাক্তার সুনীতা চৌধুরী,এমবিএস)