Armando Sadiku: মোহনবাগান নিয়ে ‘বিস্ফোরক’ সাদিকু, কী বলছেন এই ফুটবলার?

গত মাসের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) নাকি রিলিজ করার কথা ভাবছে মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। আসলে এবারের ডুরান্ড…

Welcome Armando Sadiku

গত মাসের মাঝামাঝি সময় থেকেই শোনা যাচ্ছিল আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) নাকি রিলিজ করার কথা ভাবছে মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট। আসলে এবারের ডুরান্ড কাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত এএফসি কাপের ম্যাচ হোক কিংবা আইএসএল ম্যাচ, খুব একটা দাগ কাঁটতে সক্ষম হননি সাদিকু।

তাই আসন্ন উইন্টার উইন্ডোতে তাকে কনসিডার নাকি করে দলের পুরোনো তারকা জনি কাউকোকে ফেরাতে চাইছে বাগান শিবির। তবে এখনো পর্যন্ত সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বলাবাহুল্য, এবারের মরশুমে মোট দুইজন বিদেশি স্ট্রাইকার দলে টেনেছে মোহনবাগান। যার মধ্যে রয়েছেন জেসন কামিন্স ও সাদিকু। বর্তমানে দিমিত্রি পেট্রতোসের সঙ্গে জুটি বেঁধে কামিন্স গোল করলেও উপেক্ষিত থাকতে হচ্ছে সাদিকুকে।

একটা সময় এই দাপুটে ফুটবলারকে দলে টানতে মোহনবাগানের পাশাপাশি মানালো মার্কুইসের এফসি গোয়া ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স আসরে থাকলেও শেষ পর্যন্ত সফল হয়েছিল কলকাতার এই প্রধান। এবার তাকে নিয়েই চরম অস্বস্তি দলের অন্দরে। আইএসএলের ম্যাচ গুলিতে জেসন কামিন্স ও দিমিত্রি পেট্রতোস জুটি বেঁধে গোল করতে থাকলেও এখনো নিজের পুরোনো ফর্মে নেই এই আলবেনিয়ান তারকা। যা নিয়ে কিছুটা হলেও চিন্তায় বাগান কোচ। এসবের মাঝেই এবার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মোহনবাগান নিয়ে মুখ খুললেন এই তারকা।

তিনি বলেন, “আমরা সকলেই মোহনবাগান দলের ফুটবলার। আমরা সবাই মোহনবাগানের জন্য খেলি। কোনো ব্যক্তিগত সাফল্যের জন্য নয়।” অর্থাৎ ব্যক্তিগত ফর্মের থেকে দলের ছন্দে থাকাটাই বেশি গুরুত্ব দিচ্ছেন বাগানের এই দাপুটে তারকা।