World Cup 2023: ৫২ বল বাকি থাকতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর শুরুটা রাজকীয় ভাবে শুরু করল ভারত। ৫২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি এবং লোকেশ…

India World Cup 2023

বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর শুরুটা রাজকীয় ভাবে শুরু করল ভারত। ৫২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দলকে উপহার দিলেন বড় ব্যবধানের জয়।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়ক বোধহয় একটু ভুল করেছিলেন। ভেবেছিলেন চেপকের উইকেটে প্রথমে ব্যাট করতে সুবিধা পাবে দল। হল উল্টোটা। ভারতীয় স্পিন বোলারদের দাপটে ক্রমে উইকেট হারাতে শুরু করে প্রাক্তন বিশ্বকাপ বিজেতারা। ডেভিড ওয়ার্নার (৪১ রান) এবং স্টিভ স্মিথ (৪৬ রান) ছাড়া কেউই ভারতীয় বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেননি। কিছুটা চেষ্টা করেছিলেন মর্নস লাবুশানে (২৭ রান) এবং মিচেল স্টার্ক (২৮ রান)।

   

১৯৯ রানে থেমেছিল অস্ট্রেলিয়ার ইনিংস। গড়ে প্রায় তিন রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের হয়ে সেরা বোলার রবীন্দ্র জাদেজা। জোড়া উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। পেস বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ নিয়েছিলেন দুই উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভাঙন ধরে ভারতের টপ অর্ডারে। তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার কোনো রান না করে ফেরেন প্যাভিলিয়নে। দলগত ২ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত। এরপর বিরাট কোহলি (৮৫ রান) ও লোকেশ রাহুলের (অপরাজিত ৯৭ রান) কাঁধে ভর দিয়ে দল পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়। ৫২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। হাতে তখনও ৬ উইকেট।