এই বিশেষ শর্ত ক্লাব না মানলে East Bengal ছাড়তেও পারেন অরিন্দম ভট্টাচার্য

আর হয়ত হাতে গোনা কয়েক দিনের মধ্যে ইমামির সাথে ইস্টবেঙ্গলের (East Bengal)যে চুক্তিজঁট তা কেটে যেতে চলেছে। এরপর দল গঠনের কাজ জোর কদমে শুরু করবে…

Arindam Bhattacharya

আর হয়ত হাতে গোনা কয়েক দিনের মধ্যে ইমামির সাথে ইস্টবেঙ্গলের (East Bengal)যে চুক্তিজঁট তা কেটে যেতে চলেছে। এরপর দল গঠনের কাজ জোর কদমে শুরু করবে লাল হলুদ শিবির।যদিও সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে দলের গতবারের বেশ কিছু ফুটবলারদের সাথে প্রি কন্ট‍্রাক্ট সই করিয়ে ফেলেছে লাল হলুদ ব্রিগেড৷ এখন ইনভেস্টের’দের সাথে চুক্তি নিয়ে তৈরি হওয়া সমস্যা মিটলেই একে একে সই পর্ব মেটাবে ক্লাব কর্তারা।

যদিও দলের গতবারের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য পরের মরশুমে ইস্টবেঙ্গলে থাকবেন কিনা , সেটা এখনও স্পষ্ট নয়।আসলে গতবারের দল খুব একটা পছন্দ হয়নি এই তারকা ভারতীয় গোলকিপারের, তাই আগামী মরশুমের দল কেমন হচ্ছে তার আভাস না পেলে এখনই কোনো রকম সই করবেন না তিনি এমনটাই শোনা যাচ্ছে।গতবছর একেবারেই ভালো দল গড়তে পারেনি ইস্টবেঙ্গল,লাল হলুদ ব্রিগেড একেবারে লিগের তলানিতে শেষ করেছিল, তাই এই মরশুমে এব‍্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে চাইছেন অরিন্দম।

গত মরশুম’টা ইস্টবেঙ্গলের হয়ে ভালো যায়নি অরিন্দমের।তার আগের মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন।কিন্তু তারপর সবুজ মেরুন ম‍্যানেজমেন্টের তরফে দেওয়া প্রস্তাব পছন্দ না হলে ইস্টবেঙ্গলে যোগ দেন।অধিনায়ক হিসেবে লাল হলুদে জার্নি’টা ভালো যায়নি।তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিলো।এবার দারুণ প্রত‍্যাবর্তন করার উদ্দেশ্যে নিজের খরচে স্পেনে প্রস্তুতি নিতে যাচ্ছে অরিন্দম।
প্রথমে মাদ্রিদে যাবে বলে ঠিক করলেও পরবর্তী সময়ে সেটা সম্ভব হয়নি, তাই শেষ অবধি স্পেনের দক্ষিণে মারবেলায় প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা নেন অরিন্দম।অপেক্ষায় আছেন ভিসা আসার।তারপর ৭ থেকে ১০ দিনের মধ্যে রওনা দেবেন এই বাঙালি গোলকিপার।

অফসিজনে সবসময় নিজেকে তৈরী রাখেন অরিন্দম।এর আগে ক্লাবের হয়ে বিদেশে প্রশিক্ষণ নিলেও এই প্রথম বার পুরোপুরি নিজের খরচায় প্রস্তুতি নিতে যাচ্ছেন তিনি।তিনি যে ফুরিয়ে যাননি তার বার্তা দিতেই এবার মরিয়া লড়াই শুরু বঙ্গ গোলকিপারের।