Manipur: মাটি পাথরের ধসে মৃত গোর্খা জওয়ানরা, ঘটনাস্থলে মণিপুরের মুখ্যমন্ত্রী

ঠিক কতজন চাপা পড়ে আছেন সেটা স্পষ্ট নয়। তবে উদ্ধারকারীদের আশঙ্কা কমপক্ষে ৫০ জনের বেশি আটকে ধসের তলায়। ভয়াবহ পরিস্থিতি মনিপুরের (Manipur) টুপুল রেলস্টেশন এলাকা।…

ঠিক কতজন চাপা পড়ে আছেন সেটা স্পষ্ট নয়। তবে উদ্ধারকারীদের আশঙ্কা কমপক্ষে ৫০ জনের বেশি আটকে ধসের তলায়। ভয়াবহ পরিস্থিতি মনিপুরের (Manipur) টুপুল রেলস্টেশন এলাকা। প্রাকৃতিক দুর্যোগে ধসে চাপা পড়ে মারা গেছেন টেরিটোরিয়াল আর্মির কমপক্ষে ৭ জওয়ান। পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে গেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

টুপুল রেল স্টেশনের কাছে কাজ চলছিল। বুধবার রাতে ধস নামে। তাতে চাপা পড়েন শ্রমিক ও টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা।বৃহস্পতিবার সকালে ধস সরিয়ে উদ্ধার শুরু হয়েছে। উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।

   

টুপুল রেল স্টেশনের কাছে কর্মরত ছিল সেনা বাহিনীর ১০৭ নম্নর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মি। ধস সরিয়ে তাদের উদ্ধারের সময় ফের ধস নামে। আরও জওয়ান ও শ্রমিকরা চাপা পড়ে যান।

চলছে ভারী বর্ষণ ও দুর্যোগ। এর জেরে ফের ধস নামতে পারে। উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে। এদিকে ধসের নিচে আটকে অনেকে। ঘটনাস্থলে রয়েছে সেনা বাহিনীর হেলিকপ্টার।